শিরোনাম
◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব ◈ কাফির বাড়ি পোড়ানোয় দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার, জানা গেল তাদের পরিচয় ◈ কেম্যান আইল্যান্ডস ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে ◈ আইপিএল থেকে সরে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মুখে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, তাই আমি তাকে বলি: আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন, গার্ডিয়ানকে ড. ইউনূস ◈ রোজার ঈদে এবার পাওয়া যাবে না নতুন টাকা ◈ চ্যাম্পিয়নস ট্রফির আয়েজক হয়েও পুরস্কার বিতরণীর মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি ছিলো না ◈ খেলোয়াড়দের বছরে বেতনবাবদ পিএসজির ব্যয় ৮ হাজার ৬৭৩ কোটি টাকা  ◈ অপরাধে জড়াচ্ছে সমন্বয়করা, ভুয়া সমন্বয়ক পরিচয়ে অপরাধ করছে অনেকে

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ০৫:৫৮ বিকাল
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরকীয়ার জেরে শরীরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধের ৫ দিন পর মারা গেলো অর্কিড

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : পরকীয়ার জেরে ঝিনাইদহের কালীগঞ্জের আহসানুল ইসলাম অর্কিড নামে এক যুবককে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালানো হয়। দগ্ধের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে অর্কিড।

সোমবার সকাল ১১ টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। অর্কিড কালীগঞ্জ উপজেলার কাঁঠালবাগান এলাকার ওসমান গণির ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত অর্কিডের চাচা আমিনুর রহমান। তিনি সবুজদেশ নিউজকে জানান, গত ৫ দিন ধরে অর্কিড ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল। সোমবার সকাল ১১ টার দিকে অর্কিড মারা গেছে। এখন মরদেহ বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে।

অর্কিডের বাবা ওসমান গনি সবুজদেশ নিউজকে বলেন, আমার একমাত্র ছেলে আর নেই। সাবেক এমপি আনারের ভাইপো রিংকু, তার স্ত্রী তারিন ও ফয়সাল আমার ছেলেকে শেষ করে দিয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
 
জানা গেছে, গত দেড়মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে অর্কিড নামের ওই যুবক। এরপর থেকে অর্কিড ও তারিন পলাতক ছিল। অর্কিডও বিবাহিত ও দুই সন্তানের জনক বলে জানা গেছে।
 
গত বুধবার (৫ মার্চ) সকাল ৭ টার দিকে যশোর পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মীমাংসার কথা বলে অর্কিডকে যশোরে ডাকেন তারিন। এ সময় তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সাবেক এমপি আনারের ভাইপো মনিরুজ্জামান রিংকু, তারিন খাতুন ও ফয়সাল নামে এই তিনজন শরীরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা অর্কিডের পরিবারের স্বজনদের খবর দিলে তারা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। ভয়ে যশোরের কোন হাসপাতালে চিকিৎসা না করিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরপর তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে রেফার করা হয়।

এক ভিডিওতে আহত অর্কিড জানায়, তার শরীরে, তারিন ও ফয়সাল পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।
গত বুধবার অর্কিডের মা অভিযোগ করে বলেন, তার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসার সময় জোরপূর্বক ভিডিও করে নেয় রিংকু ও তারিন। নাহলে তার সন্তানকে নিয়ে আসতে দিচ্ছিল না। বর্তমানে তিনি ঢাকায় আছেন ছেলেকে নিয়ে। ছেলের অবস্থা ভালো না। অপরদিকে অর্কিড দগ্ধ অবস্থায় জানান রিংকু ভাই এ ঘটনায় জড়িত না।ফয়সাল তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়