শিরোনাম
◈ দুই মাসে নির্যাতিত ২৯৪ নারী, ধর্ষণের শিকার ৯৬ ◈ জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দেবে এসএসএফ ◈ তিন মাসে ৩ দেশ সফরে যাবেন ড. ইউনূস ◈ নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনার প্রতি জোর: ভারত 'অন্তর্ভুক্তিমূলক' নির্বাচনের আহ্বান জানিয়েছে: টেলিগ্রাফের প্রতিবেদন ◈ সরকার সাবেক ৬৪ সচিবের আমলনামা যাচাই করবে ◈ ব্যবসায়ীকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট ◈ সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা হচ্ছে! ◈ ধনী মনে করে বিয়েতে রাজি হওয়ার পর সর্বস্ব লুটে ! ◈ এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের চ্যাম্পিয়ন হলো ভারত ◈ তামিম ইকবালের অপরাজিত শতকে মোহামেডানের বড় জয় 

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৫, ১১:১৫ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার ধর্মসাগরে মিলল কোরাল মাছ!

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার কুমিল্লা : কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগরে মিলল সাগরের কোড়াল মাছ। গত কয়েক মাস যাবত এই দিঘিতে চাষ হচ্ছে সাগরের কোরাল মাছ। তারই ধারাবাহিকতায় স¤প্রতি এই দিঘি থেকে সাগরের কোরাল মাছ শিকার শুরু হয়েছে। প্রতিদিনই জেলেদের জালে কোরাল মাছ ধরা পরছে। স্থানীয়রা কৌতহলবশত দিঘির পাড়ে এসে ভীড় জমাচ্ছে এবং জালে আটক হওয়া এসব কোরাল মাছ কিনে নিয়ে যাচ্ছেন।

এই সব কোড়াল মাছ শিকারকারী জেলেদের সাথে কথা বলে জানা যায় , তারা মাছ শিকারের জন্য সাত জনের একটি দল বগুড়া সোনাতলা এলাকা থেকে এসেছে। জেলেদের একজন লিটন চন্দ্র দাস। তিনি জানান, গত কয়েকদিনে অন্তত ১৫ টি কোরাল মাছ পাওয়া গেছে। এগুলোর গড় ওজন ৬-৮ কেজি। প্রতি কেজি কোরাল বিক্রি হচ্ছে দেড় হাজার টাকা কেজি করে। 

আরেকজন জেলে মোঃ দুলাল মুন্সি জানান, শনিবার বিকেল ৩ টায় ধর্মসাগর দিঘিতে জাল ফেলেছেন। তাদের জালে ৩ টা কোরাল ধরা পরে। যার মধ্যে ২ টা কোরাল বিক্রি করেছেন ১৭ হাজার টাকা। একটার ওজন ৬ কেজি আরেকটির ওজন হয়েছে ৫ কেজি ৪ শ গ্রাম। আরেকটি মাছ বিক্রির জন্য রয়ে গেছে।

এদিকে, দিঘিতে সাগরের কোরাল মাছ চাষের বিষয়টি বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। দীঘির পশ্চিমপাড়ের বাসিন্দা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মহিবুবুল হক ছোটন বলেন, কোরাল সাগরের মাছ। সুস্বাদু মাছ ৷ এখন দীঘিতে চাষ হচ্ছে জেনে কিছুটা অবাক হলাম।

ধর্মসাগর দিঘিটি জেলা প্রশাসন ইজারা দেয়। বর্তমানে ইজারায় রয়েছেন ৪২ জন। তাদের একজন মোঃ তারেকুল ইসলাম। তিনি জানান বছর দুয়েক আগে এক জেলের পরামর্শে নোয়াখালীর চর আলেকজেন্ডার থেকে ৩০০ কোরাল মাছের পোনা আনেন। তখন এগুলোর ওজন ছিলো ২০০-২৫০ গ্রাম। দুই বছর পর একেকটি কোরালের ওজন হয়েছে ৫-৮ কেজি। ইজারাদার তারেক আরো জানান, মূলত যেসব দিঘিতে পর্যাপ্ত ছোট মাছ আছে সেখানে কোরাল চাষ করা সম্ভব। ছোট মাছ খেয়েই বড় হয় কোরাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়