শিরোনাম
◈ জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দেবে এসএসএফ ◈ তিন মাসে ৩ দেশ সফরে যাবেন ড. ইউনূস ◈ বাংলাদেশের নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনার প্রতি জোর: ভারত 'অন্তর্ভুক্তিমূলক' নির্বাচনের আহ্বান জানিয়েছে: টেলিগ্রাফের প্রতিবেদন ◈ সরকার সাবেক ৬৪ সচিবের আমলনামা যাচাই করবে ◈ ব্যবসায়ীকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট ◈ সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা হচ্ছে! ◈ ধনী মনে করে বিয়েতে রাজি হওয়ার পর সর্বস্ব লুটে ! ◈ এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের চ্যাম্পিয়ন হলো ভারত ◈ তামিম ইকবালের অপরাজিত শতকে মোহামেডানের বড় জয়  ◈ ঢাবি শিক্ষার্থীদের ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ (ভিডিও)

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ১০:২৩ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে গৃহবধূর লাশ উদ্ধারের ৩ দিন পর বিচ্ছিন্ন মাথা উদ্ধার, গ্রেপ্তার সতীন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : লালমনিরহাটে একটি ভুট্টা ক্ষেত থেকে মস্তকবিহীন গৃহবধূ হাসিনা বেগমের (৪৪) লাশ উদ্ধারের তিন দিন পর একটি তামাকক্ষেত থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে লালমনিরহাট থানা পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িত থাকা সন্দেহে নিহত হাসিনার সতীন মেহেরুন বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) বিকেলে জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তের মেইন পিলার ৯২৫ এর সাব পিলার ৯ এর পাশে বাংলাদেশ অংশের একটি তামাকক্ষেত থেকে দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়।

মৃত হাসিনা বেগম ভারতীয় সীমান্ত ঘেঁসা  লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ি গ্রামের ভ্যান চালক আশরাফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তিনি পাশের গ্রাম ভারতের দিনহাটা থানার হরিরহাট ইউনিয়নের জারিধল্লা গ্রামের কাশেম আলীর মেয়ে। গ্রেপ্তার মেহেরুন বেগম তার বড় সতিন। 

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার রায় বলেন, দির্ঘ তিনদিন সুনিবির তদন্ত এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ জানতে পারে নিহত হাসিনা বেগমের দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটি তার বাড়ির পাশেই কোন এক জমিতে পুতে রেখেছে তার স্বামী। বিষয়টি নিশ্চিত হওয়ার পর লালমনিরহাট থানা পুলিশ শনিবার বিকেলে মাথাটি উদ্ধারে সেখানে অভিযানে যায়। পরে নিহত হাসিনা বেগমের বসতবাড়ির দক্ষিন পূর্ব দিকে ভারতীয় সীমান্তের কাছাকাছি বাংলাদেশ অংশে ৯২৫ মেইন পিলারের সাব পিলার ৯এর পাশে একটি তামাকক্ষেতে পুতে রাখা  মাথাটি উদ্ধার করে পুলিশ। পরে ভোটার আইড কার্ড দেখে মাথাটি হাসিনা বেগমের বলে শনাক্ত করেন সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার রায়। উদ্ধারের পর সন্ধ্যায় মাথাটি সদর হাসপাতালের মর্গে নেয়া হয়।

ওসি আরও বলেন, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে বুধবার (৫ মার্চ) দুপুরে মস্তকবিহীন নারীর মরদেহ উদ্ধারের পর থেকে পুলিশ বিচ্ছিন্ন মাথাটি উদ্ধারে মাঠে নামে। এর একদিন পরেই লাশের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ এবং জানতে ওই নারীর নাম হাসিনা বেগম, তিনি আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুল ইসলামে দ্বিতীয় স্ত্রী। সাথে সাথে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে ঘাতক আশরাফুলকে না পেলেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার প্রথম স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে প্রথম স্ত্রীর দেয়া তথ্য এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজ বিকেলে ঘাতক স্বামীর বাড়ির পাশে একটি তামাকক্ষেত থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

লাশ উদ্ধারের তিনদিন পরে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করতে সক্ষম হলেও ঘাতককেও গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ। খুব দ্রুতই ঘাতক স্বামী আশরাফুলকে গ্রেপ্তার করতে পারবে বলেও জানান তিনি।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরনবী বলেন, মৃত হাসিনা বেগমের সতীন মেহেরুন বেগমকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার দেয়া তথ্যমতে মৃত হাসিনার কাটা মাথা উদ্ধার করা হয়েছে। 

উল্লেখ্য, বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে গৃহবধূ হাসিনা বেগমের মস্তকবিহীন উদ্ধার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়