শিরোনাম

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৫, ০১:৫৫ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের ২লক্ষ ৩০হাজার টাকা জরিমানা

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের ছাতকে জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২লক্ষ ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে জাউয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়। উপজেলার জাউয়া বাজারের কাঁচাবাজার ও বিভিন্ন দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি ও মজুতদারির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি মামলা দায়ের করা হয়। এতে ৮জন ব্যবসায়ীর কাছ থেকে ২লক্ষ ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানা করা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তাজ ব্রাদার্স ষ্টোর ১লক্ষ টাকা, হাজী মুশাররফ আলী ষ্টোর ৫০হাজার টাকা, মিতালী ডিপার্টমেন্টাল ষ্টোর ১০হাজার টাকা, জনতা বেকারি ১০হাজার টাকা, রনজিত বাবুর দোকানে ২০হাজার, কানু তালুকদার ৩০হাজার, বিসমিল্লাহ সবজি ভান্ডার ১০হাজার টাকা এবং মিতালী ডিপার্টমেন্টাল ষ্টোর গুদাম থেকে ৪০ বস্তা নিমকি জব্দ করা হয়েছে। বিভিন্ন দোকানে অতিরিক্ত মজুতকৃত পণ্য তিন কার্যদিবসের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ছাতকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়