শিরোনাম
◈ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ ◈ ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কমেছে, স্বস্তি খাদ্যেও ◈ কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন: প্রাক্তন দুই মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বিক্ষোভের শহরে পরিণত হচ্ছে রাজধানী ঢাকা: নিক্কেই এশিয়ার প্রতিবেদন ◈ সামনের পথ স্পষ্ট - একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন : মির্জা ফখরুল ◈ ইউক্রেনকে সাহায্য করতে নারাজ ইউরোপের ২ দেশ ◈ জাতীয় নাগরিক দল বাংলাদেশে নির্বাচনী দৃশ্যপট পরিবর্তন করতে পারে ◈ ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ৪৯ ব্যাংক হিসাব, লেনদেন ১৪,৩৭৬ কোটি টাকা ◈ সাতকানিয়ায় নিহত ২: কোতোয়ালি থানার লুট হওয়া পিস্তল দিয়ে ছোড়া হয় গুলি ◈ পদোন্নতিপ্রাপ্ত ৩৭ কর্মকর্তাকে র‍্যাংকব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাই সাবেক এমপি এম এ মালেক ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেফতার

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: সাভার ছাত্র-জনতা হত্যা মামলার আসামী ঢাকা-২০ ধামরাই আসনের সাবেক এমপি এম এ মালেককে গ্রেপ্তার করেছেন সাভার থানা পুলিশ। গতকাল রাতে তাকে ঢাকার মিরপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র-জনতা হত্যার ৪টি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির।

এম এ মালেক ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংপুর এলাকার বাসিন্দা। এম এ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ২০১৪ সালে ভোট বিহীন(সিলেকশনে)সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করলেও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের কাছে পরাজিত হন। তিনি বর্তমানে রাজধানী মিরপুর এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন।


ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি ছাত্র-জনতার হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী এম এ মালেককে মিরপুর এলাকায় আছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র জনতা হত্যা ৪টি মামলা রয়েছে। আজ(০৬ মার্চ) সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরন করা হয়।জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়