শিরোনাম
◈ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ ◈ ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কমেছে, স্বস্তি খাদ্যেও ◈ কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন: প্রাক্তন দুই মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বিক্ষোভের শহরে পরিণত হচ্ছে রাজধানী ঢাকা: নিক্কেই এশিয়ার প্রতিবেদন ◈ সামনের পথ স্পষ্ট - একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন : মির্জা ফখরুল ◈ ইউক্রেনকে সাহায্য করতে নারাজ ইউরোপের ২ দেশ ◈ জাতীয় নাগরিক দল বাংলাদেশে নির্বাচনী দৃশ্যপট পরিবর্তন করতে পারে ◈ ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ৪৯ ব্যাংক হিসাব, লেনদেন ১৪,৩৭৬ কোটি টাকা ◈ সাতকানিয়ায় নিহত ২: কোতোয়ালি থানার লুট হওয়া পিস্তল দিয়ে ছোড়া হয় গুলি ◈ পদোন্নতিপ্রাপ্ত ৩৭ কর্মকর্তাকে র‍্যাংকব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুপুরে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

লিয়াকত হোসেন জনী, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে এক সিএনজি (থ্রী হুইলার)  চালকের মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। বৃহস্পতিবার ৬ মার্চ  সকালে মধুপুর পৌর এলাকার মধুপুর প্রেসক্লাব রোডের দেবের চরা নামক স্থান থেকে রফিজ উদ্দিন (৫৫) নামের এক সিএনজি চালকের মরদেহ উদ্ধারের সংবাদ পাওয়া গেছে। স্থানীয়রা জানান,  সকালে লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

মধুপুর থানা সূত্রে জানা যায় মৃত রফিজ উদ্দিন (৫৫) আউশনারা ইউনিয়নের আউশনারা গ্রামের  মোটের বাজার এলাকার মৃত জয়েন উদ্দিনের ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক।
নিহতের মেয়ের জামাই আবু সাইদ জানান,  শ্বশুরের   সাথে বসে ইফতার করি এর পর তার সাথে আর যোগাযোগ হয়নি। নিহতের শ্যালক হাসান আলী জানান, আমার ভগ্নিপতি পেশায় একজন সিএনজি চালক। তার সাথে কারো কোনো বিরোধ ছিলনা। কি কারণে তার মৃত্যু হলো তা বুঝতে পারছি না।

আউশনারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মফিজ উদ্দিন জানান,  মৃত রফিজ উদ্দিন আমার এলাকার ভোটার সে পেশায় সিএনজি চালক ছিলেন। তার সাথে কারো কোনদিন বিরোধ দেখিনি। সে একজন ভালো মানুষ ছিলেন। সিএনজি মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ জানান, সে আমাদের সংগঠনের শ্রমিক ছিলো। নিয়মিত সিএনজি চালাতো। আমরা আমাদের একজন সহকর্মীকে হারালাম। সঠিক তদন্ত করে এ মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা উচিত বলে আমি মনে করি।

মধুপুর থানার অফিসার্স ইনচার্জ এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে  প্রেরণ করা হয়েছে। এ প্রেক্ষিতে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়