মশিউর রহমান, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রকল্প ও অর্থ বরাদ্দ সংশ্লিষ্ট তথ্য সাংবাদিকদের দিতে গড়িমসি করার অভিযোগ উঠেছে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহর বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে তথ্য না পেয়ে সাংবাদিক উথান মন্ডল( দৈনিক কালবেলা) ও মশিউর রহমান (দৈনিক যায়যায়দিন) নাজিরপুর প্রতিনিধিরা উন্নয়ন প্রকল্পে নানা ধরনের দুর্নীতি অনিয়ম অভিযোগ পেয়ে তথ্য পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আবেদন লিখিত করেন।
কিন্তু প্রকল্পের তথ্য দিতে ঐ কর্মকর্তা গড়িমসি করেন। আবেদন জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হয়েছিল। ইউএনও'র প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমীন আবেদন জমা নিয়ে রিসিভ করে অফিসের স্বাক্ষরিত অফিসিয়াল সীল সহ একটি আবেদন কপি সাংবাদিকদের প্রদান করেন।
আবেদন সূত্রে জানা যায়, নাজিরপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিস কার্যালয় হইতে নাজিরপুর উপজেলা পরিষদের ভিতরের অবস্থিত নির্মিত অডিটোরিয়াম ভবনে প্রাক্কলন বাজেটসহ নির্মাণ কাজের অগ্রগতি, গত ২০২২-২৩ অর্থবছরের এডিবি বাজেটের বরাদ্দ এবং তালিকা ও সিমরান মায়ান ট্রেডার্স সহ বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ পাওয়া সকল কাজের সমুদয় তথ্য, মৎস্য অফিস কার্যালয় হইতে পুকুর খননের তালিকা মৎস্য অভয়ারণ্যের তালিকা বাজেট, অভয়ারণ্যের জনবল নিয়োগের তালিকা, ১৪৩০ বঙ্গাব্দের নাজিরপুর উপজেলার ইউনিয়ন ভিত্তিক হাট বাজারের খাস আদায়ের তথ্য, রাজস্ব আয়ের বিস্তারিত হিসাব বিবরণী তথ্য অধিকার আইনের ফরম 'ক' এ বর্ণিত চাহিদা মতে তথ্য আবশ্যক মর্মে আবেদন করেছিলেন।
এছাড়া নাজিরপুর উপজেলা পরিষদে জাইকা কর্তৃক গত২০২১- ২২ অর্থবছরের বরাদ্দকৃত টাকার সুষম বন্টন, সুপেয় পানির জন্য বরাদ্দকৃত ট্যাংক, গভীর নলকূপ, ওয়াসব্লকের তথ্য, মৌখিক ভাবে তথ্য চেয়ে ছিলেন।
২০২৪ সালের জুন - ডিসেম্বর পর্যন্ত উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির কার্যবিবরণীর (উপস্থিতি স্বাক্ষর হাজিরা কপি সহ) তথ্য, ২০২৩- ২০২৪ ও ২০২৪- ২০২৫ অর্থবছরের (সাব রেজিস্টার অফিস) ভূমি হস্তান্তর কর (ব্যাংক স্টেটমেন্ট সহ) ১ শতাংশের তথ্য চাওয়া হয়েছে। এমনকি, প্রকল্পের তথ্য দিতে শুধু গড়িমসি নয়, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে তথ্য না দিতে ও বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। ( ক) তথ্য অধিকার আইনের ধারা -৩,১ ও ধারা ৯ উপধারা -(১) ও (২) তাং০৬/০৬/২০০৯ নির্দিষ্ট কিছু তথ্য ছাড়া কারও আবেদন পাওয়ার ২০ কার্যদিবসের মধ্যে সব তথ্য দেওয়া বাধ্যতামূলক। কিন্তু বিভিন্ন প্রকল্প ও অর্থ বরাদ্দ সংশ্লিষ্ট তথ্য দিতে গড়িমসি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বিষয়টি অস্বীকার করে বলেন, আমার কাছে কোনো আবেদন আসেনি, আবেদন আসলে তাকে তথ্য দিবো, সাংবাদিকরা তথ্য পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আবেদন আমি পাইনি।