শিরোনাম
◈ বিক্ষোভের শহরে পরিণত হচ্ছে রাজধানী ঢাকা: নিক্কেই এশিয়ার প্রতিবেদন ◈ সামনের পথ স্পষ্ট - একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন : মির্জা ফখরুল ◈ ইউক্রেনকে সাহায্য করতে নারাজ ইউরোপের ২ দেশ ◈ জাতীয় নাগরিক দল বাংলাদেশে নির্বাচনী দৃশ্যপট পরিবর্তন করতে পারে ◈ ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ৪৯ ব্যাংক হিসাব, লেনদেন ১৪,৩৭৬ কোটি টাকা ◈ সাতকানিয়ায় নিহত ২: কোতোয়ালি থানার লুট হওয়া পিস্তল দিয়ে ছোড়া হয় গুলি ◈ পদোন্নতিপ্রাপ্ত ৩৭ কর্মকর্তাকে র‍্যাংকব্যাজ পরালেন ডিএমপি কমিশনার ◈ ১৪ মামলার আসামি, চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি ‘ট্যারা সোহেল’সহ গ্রেফতার ৩  ◈ ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ নারী দলের একধাপ অবনমন  ◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ০৪:৫০ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে উজিরপুরে আগুনে পুড়েছে গ্রীনলাইনের বাস, যাত্রীরা অক্ষত 

নাজমুল হক মুন্না (উজিরপুর) বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলায় গ্রীন লাইন পরিবহনের একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সাড়ে ১০ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিপুরের দক্ষিন বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে মহাসড়ক থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন। 
 
গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসে গ্রীনলাইন পরিবহনের একটি এসি বাস। যান্ত্রিক ত্রুটির কারনে বাসে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে চালক বাস মহাসড়কের পাশে রেখে যাত্রীদের নামিয়ে দেয়। তাই কোন যাত্রীর ক্ষতি হয়নি। তবে বাস ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ওসি জানান।
 
গৌরনদী ফায়ার সার্ভির্সের জ্যেষ্ঠ ষ্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, ঢাকা থেকে ২৩ জন যাত্রী নিয়ে বাসটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারনে আগুন ধরে যায়। দ্রুত আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রনে আনার পূর্বে বাসটি সম্পূর্ন পুড়ে গেছে। 
 
ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, বাসে থাকা শুধু এক মহিলা যাত্রী ধোয়ার কারনে একটু অসুস্থ হয়েছিলেন। অন্যরা সুস্থ রয়েছেন। 
 
আগুন নেভানোর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে ওসি আমিনুর রহমান জানিয়েছেন। এর আগে ২০২৩ সালের ২৪ আগস্ট দিবাগত রাতে ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় গৌরনদীর কটকস্থল নামক এলাকায় গ্রীন লাইন পরিবহনের একটি এসি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। চলন্ত অবস্থায় গ্রিন লাইন পরিবহনের ওই বাসটির পেছনের অংশে আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে ১৫-১৬ জন যাত্রীসহ চালক, হেলপার ও সুপারভাইজার অক্ষত অবস্থায় আগুন ছড়িয়ে পড়ার আগেই বাস থেকে নেমে যাওয়ায় সে সময়ও কোন হতাহতের ঘটনা ঘটেনি।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, বাসটির এসির ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়, সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে, বাসে থাকা ২০ জন যাত্রী নিরাপদে বাস থেকে বের হতে পেরেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়