ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা ) প্রতিনিধি : ব্যস্ততম কুমিল্লা-মিরপুর সড়কের যানজট নিরসনে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৪মার্চ) বিকেলে কুমিল্লা-মিরপুর সড়কের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। পুলিশ ও আনসার সদস্যরা এতে সহযোগিতা করেন।
এ সময় ইউএনও উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় তিনি রাস্তার দুপাশের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও ভাসমান দোকান সরিয়ে দেন। সড়কে যত্রতত্র পার্কিং করা গাড়ি সরিয়ে দিয়ে পুনরায় গাড়ি যেন যত্রতত্র পার্কিং না করে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন। এ সময় তিনি যানজটমুক্ত ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে সকলের সহযোগিতা ও সচেতনতা কামনা করেন। জানা গেছে, উপজেলাবাসীকে যানজটের ভোগান্তি থেকে রক্ষা করতে, পবিত্র মাহে রমজান শান্তিপূর্ণ পরিবেশে পালন ও আসন্ন ঈদুল ফিতর আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লা-মিরপুর সড়কের দরিয়ারপাড়, সাহেবাবাদ, মিরপুর, মাধবপুর, নাইঘর মোড়, জিরো পয়েন্ট, সিরাজ মার্কেটের সামনেসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয় এবং দায়িত্ব দেওয়া গ্রাম পুলিশদের তদারকি কঠোর ও জোরদার করার নির্দেশ দেওয়া হয়। কোনো ট্রাক যেন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ব্যস্ততম সড়কে প্রবেশ করতে না পারে এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও যানজট নিরসনে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের ব্যানার, মাইকিং, ও প্রচারের মাধ্যমে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, যানজট সমস্যার ভুক্তভোগী এ উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষ। অথচ এ যানজট সৃষ্টির ক্ষেত্রেও অনেকেই কোনো না কোনোভাবে দায়ী। এজন্য উপজেলার যানজট নিরসনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যানজটমুক্ত নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে নানা উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। যানজট নিরসনে প্রতিনিয়ত অভিযানের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণাও চালানো হবে।