শিরোনাম
◈ গোয়েন্দা নজরদারিতে যেসব গুরুত্বপূর্ণ আমলা, প্রশাসনে আতঙ্ক ◈ শেখ মুজিবের নামে লাখ ডলারের আন্তর্জাতিক শান্তি পদক বাতিল ◈ মধ্যরাতে গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসায় তল্লাশি (ভিডিও) ◈ দুঃখ প্রকাশ করে জেলেনস্কির টুইট, যা বললেন তিনি ◈ ক্ষমতায় আসা এত সহজ না: নাগরিক পার্টিকে মির্জা আব্বাস ◈ ঈদের আগে প্রণোদনার ৭ হাজার কোটি টাকা চায় বিকেএমইএ ◈ যুক্তরাষ্ট্রে ‘বিজনেস এলিট ফোরটি আন্ডার ফোরটি’ পেলেন বাংলাদেশি কাদের ◈ আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি : ডিবি প্রধান ◈ ট্রাম্পের বক্তব্যের পাল্টা বিবৃতি: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখছে না সরকার ◈ পুলিশে ফের রদবদল, সিআইডি প্রধানসহ ১৮ কর্মকর্তা বদলি

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ১০:১২ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি কুড়ালের মালিকানা নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব, সংঘর্ষে আহত-১৮

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় একটি কুড়ালের মালিকানা নিয়ে মামাতো ও ফুফাতো ভাইয়ের দ্বন্দ্ব নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (০৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলা চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী আউড়ামাঠ গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, মোঃ শফিক মাতুব্বর (৫০), মোঃ সরোয়ার মাতুব্বর(৬০), মোঃ আইয়ুব মাতুব্বার(৫৬), মাসুদ মাতুব্বর (৪৩), রাব্বি মাতুব্বর (২৪), জিহাদ মাতুব্বর(১৯), নার্গিস বেগম(৩০), মরিয়ম বেগম(৩১), সিদ্দিক শেখ(৫৪), মোঃ সোহেল(২৪) ও শুকুর আলী (৩৫)। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বসদরদী আউড়ামাঠ গ্রামের বাসিন্দা সুমন (মামাতো ভাই) ও রাব্বি (ফুফাতো ভাই) গত কয়েক মাস আগে দুইজনে ভাগে একটি কুড়াল কেনেন। সোমবার রাতে সুমন তার ফুফাতো ভাই রাব্বির কাছে কুড়ালটি চায়। এতে রাব্বি কুড়ালটি দিতে অপারগতা প্রকাশ করে নিজের কুড়াল বলে দাবি করেন। এ নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে গ্রামবাসী দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে গ্রামবাসী দুই ভাইয়ের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারী-পুরুষ সহ অন্তত ১৮ জন আহত হন।

এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। একটি কুড়ালের আছাড়ি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়