শিরোনাম
◈ গোয়েন্দা নজরদারিতে যেসব গুরুত্বপূর্ণ আমলা, প্রশাসনে আতঙ্ক ◈ শেখ মুজিবের নামে লাখ ডলারের আন্তর্জাতিক শান্তি পদক বাতিল ◈ মধ্যরাতে গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসায় তল্লাশি (ভিডিও) ◈ দুঃখ প্রকাশ করে জেলেনস্কির টুইট, যা বললেন তিনি ◈ ক্ষমতায় আসা এত সহজ না: নাগরিক পার্টিকে মির্জা আব্বাস ◈ ঈদের আগে প্রণোদনার ৭ হাজার কোটি টাকা চায় বিকেএমইএ ◈ যুক্তরাষ্ট্রে ‘বিজনেস এলিট ফোরটি আন্ডার ফোরটি’ পেলেন বাংলাদেশি কাদের ◈ আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি : ডিবি প্রধান ◈ ট্রাম্পের বক্তব্যের পাল্টা বিবৃতি: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখছে না সরকার ◈ পুলিশে ফের রদবদল, সিআইডি প্রধানসহ ১৮ কর্মকর্তা বদলি

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ১০:০৯ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের ‌৩লাখ ৭০হাজার টাকা জরিমানা

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। উপ‌জেলা প্রশাস‌ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩লাখ ৭০হাজার টাকা জরিমানা ও ৩জন অসাধু ব‌্যবসা‌য়ি‌কে আটক করা হয়েছে।

সয়া‌বিন তেলের ডিলার গোবিন্দগঞ্জ বাজারের উসমান ষ্টোরের মালিক মোঃ উসমানী আলীকে ১লাখ ১০ হাজার, হাজী আব্দুল কদ্দুছ সুপার শপে ১লাখ টাকা, ফখরুলের দোকানে ৫০ হাজার ও আল আমিন ষ্টোরে ৫০হাজার টাকা, ওয়ালিদ এন্টারপ্রাইজের কর্মচারী আখতার হুসেনকে ৩০হাজার, মা-বাবা পোল্ট্রি দোকানের আলী আহমদ ৩০হাজার টাকাসহ তিন লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। হাজী আব্দুল কদ্দুছের দোকানে অতিরিক্ত পণ্য ৩ কার্যদিবসের মধ্যে সরানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। 

উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ নতুন বাজার, ট্রা‌ফিক প‌য়েন্টের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি করে বিক্রি এবং মজুতদারির অভিযোগে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি মামলা দায়ের করে ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ ৭০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকা‌লে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম  ও সেনা বা‌হিনীর মেজর জা‌বিরের নেতৃ‌ত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান কালে ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম বলেন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়