শাহাজাদা এমরান, কুমিল্লা অফিস : কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল কেনার ঘটনা নিয়ে কিশোর গ্যাং সদস্যদের হামলায় নারীসহ ৬ জন আহত হয়েছে। হামলায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া এলাকায়। মঙ্গলবার (০৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহমেদ।
আহতরা হলো আহতরা হলো তাজুল ইসলামের ছেলে কাউছার,তার স্ত্রী আফসানা আক্তার, বোন পিংকী,শামীমা, মা তাহেরা বেগম, বাবা তাজুল ইসলাম। কাউছার জানায়, আমার ভাগিনা সাইমন (২০) বাবু নামে একজন থেকে একটি পুরাতন মোবাইল ফোন ক্রয় করে। মোবাইলটা নষ্ট হয়ে যায়। বাবুকে মোবাইল ফোন নিয়ে যাওয়ার জন্য বললে সে মোবাইল নিবে না এবং ১২শ টাকা দিতে হবে বলে।
সোমবার ( ০৩ মার্চ) রাতে কিশোর গ্যাং সদস্য রাঙ্গামাটিয়া গ্রামের মাছুম (২২), মাসুদ (১৯), বাবু, (২২), আক্তার হোসেন (৩৫),সেলিম (৪০), মজিবের ছেলে সুমন (১৯) মিলে লাঠি-সোটা নিয়া ভাগিনা সাইমনকে টাকার জন্য খুঁজতে থাকে এবং টাকা না দিলে ভাগিনাকে মেরে ফেলবে, পা কেটে ফেলবে বলে হুমকি-ধমকি দিতে থাকে। তখন আমি ঘর থেকে বাহিরে গিয়ে বিষয়ে জিজ্ঞাসা করলে কিশোর গ্যাং সদস্যরা আমাকে মারধর শুরু করে। মারতে মারতে আমাকে বাড়ির পাশে ধানের জমিতে ফেলে দেয়। আমার বাড়ীর গেইট, ঘরের দরজা-জানালা ভাংচুর শুরু করে। তখন আমার স্ত্রী আফছানা আক্তার (২৩), আমার বোন শামিমা আক্তার (২৮), আমার মা তাহেরা বেগম (৪৫) এবং ভাগিনা সাইমন (২০), বোন পিংকি (১৬) ঘর থেকে বের হয়ে আসলে তারা আমার স্ত্রী, মা-বোন এবং ভাগিনাকেও মারধর করে। আমার স্ত্রী গত ৪ মাস পূর্বে সন্তান প্রসব করে। তারা আমার স্ত্রীর তলপেটে কয়েকটি লাথি মারে। আমার ঘরে থাকা সিএনজি কিস্তির জন্য রাখা নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার সহকারী উপপরিদর্শক হারুন অর রশিদ বলেন মোবাইল কেনার টাকা নিয়ে হামলা হয়। রাতেই দুই পক্ষ থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করতেছি।