গৃহবধূর পোশাক পরিবর্তনের ছবি ও ভিডিও ধারণ করে প্রতারণার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে খুলনার ফুলতলা থানার দামোদর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়ারা হলেন- নাজমুল শেখ (২২) ও আশরাফ আলী (২৪)। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নাজমুল শেখ বিভিন্ন সময় ভুক্তভোগী গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গৃহবধূ সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নাজমুল গোপনে তার গোসলের পর পোশাক পরিবর্তনের ছবি ও ভিডিও ধারণ করেন। ওই ছবি ও ভিডিও গৃহবধূকে দেখিয়ে প্রস্তাবে রাজি হওয়ার কথা বলেন নাজমুল। প্রস্তাবে রাজি না হলে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেন তিনি। এই অভিযোগ পাওয়ার পর নাজমুল ও তার সহযোগী আশরাফকে আটক করে পুলিশ। এ ঘটনায় ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।