শিরোনাম
◈ কারাগারে সাবেক মন্ত্রী-এমপিদের বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ, যা বলছেন ডিআইজি প্রিজন্স ◈ ভ্যাট কমলেও দাম কমা নিয়ে সংশয় ভোক্তাদের ◈ প্রাইম ব্যাংকের অধিনায়ক ইরফানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১ ম্যাচ নিষিদ্ধ ◈ বিসিবি থেকে বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব! ◈ ম্যানচেস্টার ইউনাইটেডে চালু হলো নামাজের কক্ষ ◈ রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি ◈ আবারও বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার, আগামীকাল সকাল ১১টায় শপথ  ◈ সৌদি আরবে ভারী বৃষ্টির পূর্বাভাস ◈ ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই আমাদের অবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ০২:১১ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে দুইপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৫

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাজারের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিন-দুপুরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। এ সংঘর্ষের সময় পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেয়। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (০৩ মার্চ) বিকেলে বোয়ালমারী পৌরসদর বাজারের কৃষি ব্যাংকের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সোমবার রাত ১০টা পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ জমা দেয়নি। 

ঘটনাস্থল সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌর বাজারের পুকুর পাড় এলাকার বাসিন্দা পল্লব সরকার (২২) ও বিজয় সরকার (২১) নামে দুই যুবক পৌরসভায় ভোটার হতে যায়। দুপুরে সেখান থেকে তারা বাড়িতে ফিরছিলেন। এ সময় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়ক দিয়ে চালিনগর গ্রামের এক ভ্যানচালক রড বোঝাই করে যাচ্ছিলেন। ভ্যানে থাকা রডের সাথে যুবক পল্লবের ধাক্কা লাগলে এক পর্যায়ে তাদের সাথে ভ্যানচালকের হাতাহাতির ঘটনা ঘটে। 

এরই জের ধরে বিকেল সাড়ে ৩টার দিকে ওই ভ্যানচালক লোকজন নিয়ে সদর বাজারের কৃষি ব্যাংকের সামনে এসে হাজির হয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের ৫জন আহত হয়। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সোমবার রাত ১০টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ জমা দেয়নি। 

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের থাকা মিডওয়াইফ (ইন্টার্নশিপ) শামীম উদ্দিন বলেন, বিকেলে মারামারি করে আহত হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে ৫জন আসেন। এদের মধ্যে নারীও ছিল। মঙ্গল সরকার নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিতে সন্ধ্যার পর বাড়িতে ফিরেছেন। 

ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। শুনেছি কয়েকজন আহত হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়