শিরোনাম
◈ কারাগারে সাবেক মন্ত্রী-এমপিদের বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ, যা বলছেন ডিআইজি প্রিজন্স ◈ ভ্যাট কমলেও দাম কমা নিয়ে সংশয় ভোক্তাদের ◈ প্রাইম ব্যাংকের অধিনায়ক ইরফানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১ ম্যাচ নিষিদ্ধ ◈ বিসিবি থেকে বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব! ◈ ম্যানচেস্টার ইউনাইটেডে চালু হলো নামাজের কক্ষ ◈ রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি ◈ আবারও বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার, আগামীকাল সকাল ১১টায় শপথ  ◈ সৌদি আরবে ভারী বৃষ্টির পূর্বাভাস ◈ ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই আমাদের অবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ০২:০৭ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় এবার দুই লাখ টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথায় এবার দুই লাখ মেঃটন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। মাঠকে মাঠ চাষিরা তাদের পেঁয়াজ ক্ষেত পরিচর্যার শেষ পর্যায়ের কাজ চালাচ্ছে। কয়েকদিন পরেই  শুরু হবে চাষিদের স্বপ্নের ফসল পেঁয়াজ ঘরে তোলার কাজ। পেঁয়াজ ঘরে রাখার লক্ষ্যে বাঁশ দিয়ে বানা তৈরিতেও ব্যস্ত সময় পার করছে কারিকররা। 
 
উপজেলার পেঁয়াজ চাষি সিরাজ মোল্যা, দবির মোল্যা, মন্টু দাস ও কাইয়ুম মোল্যা জানান, গত বছর চাষিরা পেঁয়াজের ন্যায্যমুল্য পাওয়া এবছর আবাদ বেড়েছে। মুড়িকাটা পেঁয়াজ উত্তোলন শুরু হয়েছে। মাঠে পেঁয়াজ ক্ষেতের গঠন অনেক ভালো। কয়েকদিন পরেই শুরু হবে হালি পেঁয়াজ উত্তোলনের কাজ। বর্তমানে বাজারে মুড়িকাটা পেঁয়াজের যে দাম তাতে চাষিদের লাভ হবে না। পেঁয়াজ উৎপাদণের খরচ অনুযায়ী প্রতিমণ পেঁয়াজ দুই হাজার টাকা হলে চাষিদের লাভ হবে। তানা হলে এই আবাদে কোন লাভ হবে না তাদের। আর বর্গা চাষিদের লোকসান গুনতে হবে। বাজারে পেঁয়াজের ন্যায্যমুল্যের দাবী জানান চাষিরা। 
 
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস বলেন, এবছর সালথা উপজেলায় লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এবার ফলন ভালো হবে। উপজেলায় এবার ২লাখ মেঃটন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়