শিরোনাম
◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ১৫৫ ◈ বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে  ১২ কেজি গাঁজা, এক নারী গ্রেফতার  ◈ ভারতের কারাগারে আড়াই বছরে বাংলাদেশি বন্দির সংখ্যা ১০৬৭ জন ◈ নিজের বানানো হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা (ভিডিও) ◈ ভারত সীমান্তে তুরস্কের তৈরি বায়রাক্টার ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ, এএনআইয়ের প্রতিবেদন ◈ উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ড. এম আমিনুল ইসলাম, কাল শপথ ◈ মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত দুজন জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন, আরও যা জানা গেল ◈ অনলাইনে আবেদন করে পুলিশ ভেরিফিকেশন ছাড়া ই-পাসপোর্ট পাওয়ার উপায় ◈ ফরিদপুরে দুইপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৫ ◈ বন্দর থেকে নিধারিত সময়ে পণ্য না নিলে তিনগুণ জরিমানা: নৌ উপদেষ্টা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ০১:৩১ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গড়াইয়ে ভেসে বেড়াচ্ছে কুমির, আতঙ্কে তীরবর্তী মানুষ

ডেস্ক রিপোর্ট : রাজবাড়ী ও মাগুরা জেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে এক মাসেরও অধিক সময় ধরে কয়েকটি কুমিরকে ভেসে বেড়াতে দেখা যাচ্ছে। কখনো একটি, কখনো তিন থেকে চারটি কুমিরকে একসঙ্গে ভেসে বেড়াতে দেখেছেন নদী তীরের বাসিন্দারা। এতে করে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নদীতে কুমিরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ড্রোন দিয়ে তৈরি ভিডিওতে দেখা যায়, নদীতে বেশ বড় আকারের একটি কুমির ভেসে বেড়াচ্ছে। এদিকে, কুমির আতঙ্ক ছড়িয়ে পড়ার পর সতর্কতামূলক মাইকিং এবং ব্যানার লাগানোর উদ্যোগ নিয়েছে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন। সেই সঙ্গে জেলা বন কর্মকর্তাকে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়াগ্রামের মোহনের ঘাট এলাকায় কুমিরটি অবস্থান করছে। প্রায় এক মাসের বেশি সময় ধরে এখানে কুমিরগুলো দেখা যাচ্ছে। নদীতে পানি যখন বেশি ছিল তখন এখানে কুমির এসেছে। তারা জানান, প্রতিদিন এলাকার শত শত মানুষ এই নদীতে গোসল, জামা-কাপড় ধোয়াসহ দৈনন্দিন বিভিন্ন কাজে নদীর পানি ব্যবহার করেন। এখন কুমির আতঙ্কে কেউ নদীতে নামতে পারছেন না।

এ বিষয়ে কমবামাজাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহরিয়ার সুফল মাহমুদ বলেন, প্রায় দেড় মাস আগে নদীতে কুমির দেখা যায়। আমরা ভেবেছিলাম চলে যাবে। এখন মাঝেমধ্যেই দেখা যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং এবং ব্যানার লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসককেও বিষয়টি অবহিত করা হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য জেলা বন কর্মকর্তাতে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।

সুত্র : বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়