সয়াবিন তেল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে হবিগঞ্জের সদর উপজেলার উমেদনগর বাজারে ফৌজিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সাজ্জাদ হোসাইনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খবর: চ্যানেল২৪
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১১ হাজার ৭৪৪ লিটার রূপচাঁদা সয়াবিন তেল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে তাকে এই জরিমানা করা হয়। আগামী দুই দিনের মধ্যে ভোক্তাদের মাঝে মজুদ করা সয়াবিন বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুবেল হোসাইনের নেতৃত্বে হবিগঞ্জ জেলার সদর উপজেলার উমেদনগর এলাকায় ফৌজিয়া এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, ফৌজিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সাজ্জাদ হোসাইন সয়াবিন তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিলেন বলে আমাদের কাছে তথ্য ছিল। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া হবিগঞ্জ শহরস্থ রকি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. আহমেদ আলীকে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।