জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা নামক এলাকায় পাওনা টাকা নিয়ে দুই ব্যক্তির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় এক জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা মনির ঘোনা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
ঘটনায় নিহত ব্যক্তির নাম দিলদারুল আহমদ (প্রকাশ মুন্সি দিলদার) (৫০)। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উলুবনিয়া রাস্তার মাথা এলাকার বাসিন্দা মরহুম আব্দুস সোবহান এর ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উলুবনিয়া রাস্তার মাথা বাজার এলাকার মোরগী ব্যবসায়ী ও উলুবনিয়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আবুল হাসেমের সাথে তার পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আবুল হাসেম দিলদারুল আহমদকে অন্ডকোষে লাথি মারে।
ঘটনাস্থল থেকে দিলদারুল আহমদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলার পালংখালী তাজমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে থাকা নুরুল আমিন নামে এক ব্যক্তি জানা যায়, আবুল হাসেম নিহত দিলদারুল আহমদের কাছ থেকে মুরগী বিক্রয়ের বকেয়া বাবদ ২৫০ টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারির সুত্র পাত হয়।
নিহতের স্ত্রী সেলিনা আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামীকে রাস্তার মাথা নামক বাজারে আবুল হাসেম লাথি ঘুষি মেরে হত্যা করেছে। আমি এর তদন্তপূর্বক সুস্থ বিচার চাই।
টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরৎহাল প্রতিবেদন তৈরি করে মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।