সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে প্রতীক অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।
সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে প্রতীক অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।
সাভারে বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তৈরি পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার সড়কে ব্যাপক যানজটের কারণে ভোগান্তিতে পড়েছে মহাসড়কের চলাচলরত বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
রবিবার রাত ৮টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ করে স্থানীয় প্রতীক অ্যাপারেলস লিমিটেড কারখানার ৫ শতাধিক শ্রমিক।
বিক্ষুব্ধ নারী শ্রমিক আয়েশা আক্তার বলেন, প্রতি মাসের বেতন নিয়মিত পরিশোধ করলেও কারখানা কর্তৃপক্ষ গত জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করেননি। রানিং মাস নিয়ে আমাদের ৩ মাসের বেতন এবং ওভারটাইম বকেয়া পড়েছে। গত বৃহস্পতিবার বেতন দেয়ার কথা থাকলেও না দিয়ে শনিবার সময় দেয়। পূর্ব তারিখ অনুযায়ী শনিবার বেতন না দিয়ে আবার রবিবার আবার বেতন পরিশোধের তারিখ দেয়। সন্ধ্যার পরে আমাদের বেতন দেওয়ার কথা থাকলেও এসে দেখি কারখানায় তালা ঝুলানো রয়েছে। তাই বাধ্য হয়ে আমরা সড়কে অবস্থান নিয়েছি।
সুইং অপারেটর আবু বক্কর সিদ্দিক বলেন, গত তিন মাস ধরে বেতন ওভারটাইম না পেয়ে আমরা মানবতার জীবনযাপন করছি। বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দিচ্ছে পাশাপাশি দোকানিও বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন রোজার মাস আবার সামনে ঈদ আসছে বেতন না পেলে আমরা কীভাবে চলবো। নিজেদের ঘাম ঝরানো টাকা নিতেও যদি সড়কে অবস্থান করতে হয় এটা খুবই দুঃখজনক। আমরা ইচ্ছা করে মানুষকে দুর্ভোগে ফেলতে চাই না।
এদিকে প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখার পর সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। এর আগে থানা পুলিশ এবং শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হন। রাত ১০টার দিকে সেনাবাহিনী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা কারখানার মালিককে হাজির করার প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে এক ঘণ্টা সময় নিলে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানায় অবস্থান নেন।
সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, বকেয়া বেতনের দাবিতে প্রতীক অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। আমরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। একপর্যায়ে শ্রমিকরা এক ঘণ্টার জন্য মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। যেকোনো ধরনের আপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে আছে। উৎস: দেশ রুপান্তর।