শিরোনাম
◈ ৬৪ জেলায় বুধবার থেকে ট্রাকে মিলবে টিসিবির পণ্য ◈ সেকেন্ড রিপাবলিক কি আমি বুঝি না, বললেন মির্জা আব্বাস (ভিডিও) ◈ অন্তত রোজার মাসে মিথ্যেচার বা গীবত থেকে বিরত থাকুন : আসিফ নজরুল ◈ ‌‘সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকাটা গুরুত্বপূর্ণ’ ◈ বাগবিতণ্ডা-হাতাহাতির একপর্যায়ে যুবদল কর্মীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বিশ্বের সঙ্গে একই দিনে রোজা-ঈদ পালন করা যায় কি না বিবেচনার অনুরোধ তারেক রহমানের ◈ বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ, দীর্ঘ যানজট  ◈ সাভারে ফের চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে ছিনতাই ◈ ভারত জয়ী হয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেলো, নিউজিল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ◈ রাজনৈতিক দল নিয়ে অন্তর্বর্তী সরকারকে যে আহ্বান জানাল জাতিসংঘ

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে বসত ঘরে অগ্নিকান্ড : ৯ লক্ষ টাকার ক্ষতি

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে ১টি বসত ঘরে থাকা সব মালামাল পুড়ে যায়। শনিবার দুপুরে পৌরসভার আরামনগর বাজার এলাকার মাহমুদা সালাম মহিলা কলেজের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এদিকে বসত ঘরের সব আগুনে পুড়ে ছাই হলেও ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া যায়। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়,  আরামনগর গ্রামের বাবুর্চি তবারক আলী একটি টিনসেট বাসায় ভাড়া থাকতেন। শনিবার দুপুরে তবারক আলী পাশ্ববর্তী একটি বাসায় কাজ কারছিল। এসময় তার বাসা থেকে দুজন লোক বের হতে দেখে। এর কিছুক্ষন পরই বসত ঘরে আগুন দেখতে পান তিনি। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ঘরে থাকা নগদ ২ লক্ষ টাকা, ও নতুন ভবনের জন্য রাখা জিনিস পত্র পুড়ে প্রায় ৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত তবারক আলী। 

এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে আগুন লাগার সংবাদ পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। অগ্নিকান্ড সংঘটিত হওয়ার কারন জানার চেষ্টা চলছে। এ অগ্নিকান্ডের প্রায় ৮ /৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়