শিরোনাম
◈ মার্চ মাসে সরকারি ছুটি কয়দিন? ◈ আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, সংঘাত পরিহার করি:  প্রধান উপদেষ্টা ◈ সরকারে প্রতিনিধিত্বকারী সব ছাত্রকে পদত্যাগের আহ্বান নুরের (ভিডিও) ◈ ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক যেনো পরিশোধ করা হয়: তামিম ইকবাল ◈ ৬০ হাজার বছর চলার মতো জ্বালানির সন্ধান পেয়েছে চীন ◈ পাচারকৃত অর্থ ফেরাতে আন্তর্জাতিক কর বিশেষজ্ঞ চায় এনবিআর  ◈ রমজানের তারাবির নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া ◈ ৪২ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দাবি করে কোচ মরিনহোর মামলা ◈ ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দেশে ফিরলো বাংলাদেশ দল ◈ জামায়াত আমিরের হোটেল বন্ধের আহ্বানে ব্যাপক প্রতিক্রিয়া

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ০৬:১৮ বিকাল
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক নিহত ও সহকারী  আহত 

লিয়াকত হোসেন জনী, মধুপুর ধনবাড়ী প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে ২ দিন  পার না হতেই  পুনরায় সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ০১ মার্চ শনিবার  ভোর রাত আনুমানিক ৫:৩০ ঘটিকায় টাঙ্গাইল জামালপুর আঞ্চলিক মহাসড়কের   ধনবাড়ী উপজেলাধীন ধোপাখালি ইউনিয়নের বাঘিল এলাকায়  একটি মালবাহী  ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে  উল্টে ব্রীজের নিকট খাদে পড়ে যায়। এসময়  ঘটনাস্থলেই ১ জন নিহত  এবং  অপরজন আহত হোন।

ভোরে বিকট শব্দ শুনে স্থানীয়রা এসে দূর্ঘটনাটি দেখতে পান। এ সময়  তারা ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেন। এসময়   মৃত অবস্থায় চালকে উদ্ধার করেন এবং অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

ধনবাড়ী থানার কর্তব্যরত উপ পরিদর্শক আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  উক্ত দুর্ঘটনায় ট্রাক চালক জামালপুর জেলার, জামালপুর  সদর দিগপাইত ইউনিয়নের নিরঞ্জন চন্দ্র দাস ঘটনাস্থলেই নিহত হয়। অপরজন  আহত মো: উজ্জ্বল,  জামালপুর জেলার  দিগপাইত  এলাকার বাসিন্দা।তিনি দূর্ঘটনার স্বীকার ট্রাকটির চালকের সহকারী ছিলেন। তিনি আরো জানান এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

উল্লেখ গত দুই দিন পূর্বে একই আঞ্চলিক মহাসড়কের মধুপুর ও ঘাটাইলের অংশে ৪ জন নিহত ও চারজন আহত হয়। এ নিয়ে সাধারণ যাত্রীদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়