শিরোনাম

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ১২:৩৭ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাফর খাল খননকাজে অনিয়মের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে!

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে ৩কিলোমিটার জাফর খাল খননকাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ফারিয়া এন্টারপ্রাইজের বিরুদ্ধে। উপজেলার শাহবাজপুরে ৬শ একর কৃষি জমিতে সেচ প্রদান, মৎস্য চাষ ও খালের দুই পাশে বৃক্ষরোপণের লক্ষে ২০২৩/২৪ অর্থবছরে তিন কিলোমিটার রাজামারিয়া খাল(জাফর খাল নামে পরিচিত) খননকাজ কাজে ৬৭ লাখ ১২ হাজার ১৬১ টাকা বরাদ্দ দেই স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। খনন কাজে সরকারের  মূল উদ্দেশ্য হচ্ছে শুল্ক মৌসুমে জাফর খালে পর্যাপ্ত পানি ধরে রাখা এবং কৃষি জমিতে নিরবিচ্ছিন্নভাবে সেচ প্রদান করা। 

স্হানীয় এলাকাবাসি ও কৃষকরা অভিযোগ করে বলেন, খননকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ফারিয়া এন্টারপ্রাইজ খাল খননে শুরু থেকেই অনিয়ম করে আসছে। দরপএ নিয়ম অনুযায়ী খালটির ৩ কিলোমিটার লম্বা ৫ ফুট গভীর পর্যন্ত খননকাজ করতে হবে। খনন করা হয়েছে স্হান ভেদে ৩ ফুট আবার কোথায় ৪ ফুট। এছাড়া খাল খননের নিয়ম হল শুকিয়ে তারপর খনন কাজ করতে হবে। যাতে এলাকাবাসি ও কৃষকরা দেখতে পারে খালটি কতটুকু খনন কাজ করা হয়েছে। কাজ শেষ করার আগে তড়িঘড়ি করে খালে পানি ছেড়ে দেওয়ার ফলে খননের গভীরতা কেউ দেখতে পায়নি।

আরো অভিযোগ করে বলেন, নদী খেকে খালে পানি প্রবেশের মূল জায়গাটি খনন করা হয়নি। এতে করে খালের স্বাভাবিক পানি প্রবাহে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে । এমনকি কাজের পাশে প্রাক্কালিত ব্যয় ও কাজের ধরণ দৃশ্যমান নাম প্লেট প্রদর্শন করার কথা থাকলেও প্রদর্শন করিনি ঠিকাদার।  

ঠিকাদারি প্রতিষ্ঠান ফারিয়া এন্টারপ্রাইজের প্রোপাইটর  এস, এম সাখায়াত হোসেন খাল খননের প্রকল্পের কাজটি বিক্রির বিষয়টি অস্বীকার করে বলেন, অফিস আমাদেরকে যে ভাবে বলে কাজটি আমরা সে ভাবেই করব। খনন কাজটি আমার একজন সহকারি- ঠিকাদারকে বুঝিয়ে দিয়েছি। কাজে যদি খননের  বিষয়ে কোন জটিলতা বা ক্রুটি থাকে মানে গভীরতা যদি কম হয়ে থাকে, তাহলে গভীরতা আবার করবে। এতে আমার কোন আপওি নাই। 

ব্রাহ্মণবাড়িয়া এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো.এমদাদুল হক বলেন,খননকাজে এখন অনিয়ম করার কোনো সুযোগ নাই।অত্যাধুনিক প্রযুক্তি মেশিন দিয়ে খননকাজ পরিমাপ করে বিল পরিশোধ করা হবে।কম খনন করে বেশি বিল নেওয়ার কোনো সুযোগ নেই।এবং কাজের দরপএের বাহিরে যাওয়ারও সুযোগ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়