ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধর্ষণের অভিযোগে এক প্রতারক প্রেমিককে ধর্ষণ মামলায় বাসর রাতে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ওই ধর্ষককে আদালতের সোপর্দ করা হলে আদালতে নির্দেশে তাকে জেল হাজতের প্রেরণ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিয়াখালী গ্রামের আব্দুস সালামের পুত্র আবুল কালাম প্রতিবেশী চাচাতো বোন আবু হানিফার নাবালিকা কন্যা মোসাম্মৎহাওয়া আক্তার ওরফে রোজিনা সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীকে ধর্ষণ করায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি পর প্রতারক প্রেমিক অন্যত্র পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার নাওড়া গ্রামের এক তরুণীকে বিয়ে করে।
প্রতারক কালামের বিয়ে করার খবর এলাকায় জানাজানির পর আবু হানিফা তার কন্যাকে ধর্ষণ করায় অন্তঃসত্ত্বার অভিযোগে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই নিজ বাড়ি হতে ধর্ষক কালামকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায় বৃহস্পতিবার রাতে নববধূকে নিয়ে কালাম যখন বাসর ঘরে প্রবেশ করে ঠিক সেই মুহূর্তে পুলিশ থাকে গ্রেফতার করে।
ওসি ওবায়দুর রহমান জানান, গ্রেফতারকৃত ধর্ষণের অভিযুক্ত কালামকে শুক্রবার আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। উৎস: যুগান্তর।