কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামে বাঁশখালীর পুইছড়ি পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমনে আবু ছিদ্দিক (৪৫)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ফেব্রয়ারি ) সকাল দশটার দিকে নিহতের লাশ পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করে স্থানীয় জনগন। নিহত আবু ছিদ্দিক বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ি বশিরা-বারি উম্মুল কোরআন মাদরাসার পশ্চিম পার্শের বাসিন্দা। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয় সমাজকর্মী শামিম উ আদিল জানান,শুক্রবার সকালে পুইছড়ি পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয়ে পাহাড়ি ঘটনাস্থলে মৃত্যুবরণ করে আবু ছিদ্দিক । এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় জনগন খবর পেয়ে সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহতের লাশ উদ্ধার করে এলাকায় নিয়ে আসেন। এ ব্যাপারে জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, পূর্ব পুইছড়ি বশিরা-বারি উম্মুল কোরআন মাদরাসা এলাকার আবু ছিদ্দিক নামে এক ব্যক্তি পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হামলার মৃত্যুর ঘটনার সত্যতা শিকার করেন ।