শিরোনাম
◈ ইংল্যান্ড দলের অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার ◈ ভোটে সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান (ভিডিও) ◈ বাংলাদেশ বিমানের ফ্লাইটে মাঝ আকাশে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ ◈ বৃষ্টিতে খেলা পরিত্যক্ত, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া ◈ অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিষয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরকে যে নির্দেশ দিলেন অমিত শাহ ◈ ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা ◈ শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগ ◈ সৌদি আরবে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা ◈ রাজনীতিতে যে কেউ নেতৃত্ব দিতে পারবে, যেখানে তার ব্যক্তিগত পরিচয় মুখ্য হবে না: তাসনিম জারা (ভিডিও) ◈ রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২২৮

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক এমপি মোহাম্মদ আলীর বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে মামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও তাঁর দুই ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে মামলা ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে হাতিয়ায় (বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ) বিদ্যুৎ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মো. সুলতান সোহাগ উদ্দিনের নেতৃত্বে অবৈধ সংযোগ ও বকেয়াধারী গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্টেট মো. সুলতান সোহাগ উদ্দিন জানান, অভিযানে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও দুই ছেলে আশিক আলী অমি ও মাহতাব আলী অদ্রিসহ ৭ জনের বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে
সংযোগ ও ১১টি বকেয়াধারী গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ সময় বিদ্যুৎ আইনে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের ও প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নোয়াখালীর তত্বাবধায়ক প্রকৌশলী মো. শেখ ফিরোজ কবির, হাতিয়ার নির্বাহী প্রকৌশলী (বিক্রয়ও বিতরণ বিভাগ) মো. মসিউর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলী মো. মসিউর রহমান জানান, সাবেক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী বিগত ৮ থেকে ১০ যাবৎ দলীয় প্রভাব খাটিয়ে সারা হাতিয়ায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে তার ঠিকাদারী প্রতিষ্ঠানের
যাবতীয় ঠিকাদারী কাজের রড ঝালাইসহ রড সোজা করণ কাজ, গ্রিল তৈরি করে আসছিলেন। এতে সরকারের লক্ষ লক্ষ টাকার বিদ্যুৎ অবৈধভাবে খরচ হয়েছে।

আজকের অভিযানে তা প্রমাণিত হওয়ায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও তাঁর দুই ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের এবং জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়