শিরোনাম
◈ জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ নেতা চূড়ান্ত, থাকছেন যাঁরা ◈ নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল ◈ ১৪০১ জন 'জুলাই যোদ্ধার' তালিকার গেজেট প্রকাশ ◈ শাপলা চত্বরে হত্যাকাণ্ডের কারণ ও মৃত্যু সংখ্যা নিয়ে যা জানালেন প্রেস সচিব (ভিডিও) ◈ থানা থেকে গ্রেফতার হলেন ভাঙ্গা থানার ওসি ◈ আখতার হোসেন ও নাহিদ ইসলামকে নিয়ে স্মৃতিচারণ করে যা বললেন আসিফ নজরুল ◈ জাতীয় নাগরিক পার্টিতে নেতৃত্বের দ্বন্দ্ব কতটা গভীর, কীভাবে ঐক্য ধরে রাখবে এই নতুন দল? ◈ নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ বিকেলে, শীর্ষ নেতৃত্বে যারা থাকছেন ◈ বরেন্দ্র অঞ্চলে স্মার্ট কৃষি প্রযুক্তির সাফল্য: নেদারল্যান্ডের ‘ভ্যালেন্সিয়া’ আলু চাষে কৃষকদের বিপ্লব ◈ বাঁশখালীর পুইছড়ি পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে হা‌তির আক্রম‌নে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মনজুরুল ইসলামের উপর হামলার ঘটনায় জাতীয় পাটি (বিজেপি) ফরিদপুর জেলার সভাপতি আরিফুর রহিম রনিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাতে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান। 

থানা সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি রাতে ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষকে মোটর সাইকেলযোগে আসা তিন দুবৃর্ত্ত হামলা চালিয়ে অধ্যক্ষকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে সটকে পড়ে। এ ঘটনায় সে গুরুতর আহত হয়। পরেরদিন হামলার ঘটনায় তার স্ত্রী জাহিদা আক্তার কেয়া বাদি হয়ে কোতয়ালী থানায় একটি মামলা করেন। সেই মামলার সূত্র ধরে এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলার সাথে জড়িতদের সনাক্তের পর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) জেলা বিজেপি নেতা আরিফুর রহিম রনি, সাইমন ও জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। 

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আসাদউজ্জামান জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে হামলার সাথে জড়িত বিজেপি নেতা আরিফুর রহিম রনির নির্দেশে গ্রেপ্তারকৃতরা ওই অধ্যক্ষ মনজুরুল ইসলামের উপর হামলা চালায়। হামলার পর তারা বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। হামলার সাথে জড়িত দুইজনকে নিয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় আলিপুর এলাকার একটি বাড়ী থেকে হামলার কাজে ব্যবহারকৃত মোটর সাইকেলটি ও গ্রেপ্তারকৃত জুয়েল ও সাইমনের বাড়ি থেকে হামলার কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিষপত্র উদ্ধার করা হয়। এ হামলার আরো আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক ফাহিম ফয়সাল বলেন, অধ্যক্ষের উপর হামলার ঘটনার তেমন কোন ক্লু-ছিলনা। তিনটি বিষয় নিয়ে কাজ করতে গিয়ে কলেজে ভর্তির বিষয়ে একটি ক্লু পাওয়া যায়। এর উপর ভিত্তি করেই আসামীদের সনাক্ত করা হয়েছে।  

জানা যায়, বিজেপি নেতা রনি একজন ছাত্রীকে কলেজে ভর্তি করানোর জন্য অধ্যক্ষকে চাপ প্রয়োগ করে। অধ্যক্ষ সেই ছাত্রীকে ভর্তি না করলে রনি ক্ষুব্দ হয়ে অধ্যক্ষকে দেখে নিবে বলে হুমকি দেয়। এ ঘটনার কয়েকদিন পর অধ্যক্ষের উপর হামলার ঘটনা ঘটে।

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মনজুরুল ইসলামের উপর হামলা চালানো হয় কলেজের ভর্তির একটি বিষয় নিয়ে। রনি অধ্যক্ষের উপর ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এ হামলার ঘটনা ঘটায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়