লিয়াকত হোসেন জনী, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে ট্রাক, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ জন ও আহত হয়েছে আরো ৪ জন। নিহত ব্যক্তিরা হলেন ব্যাটারিচালিত অটোরিকশার ড্রাইভার আব্দুল গফুর ও টিআইবির ইয়েস সদস্য পীরোজপুর গ্রামের রুহুল আমিন ।
বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি দুপুর ২ ঘটিকার সময় ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল(টিআইবি) মধুপুর শাখার ইর্ন্টাণ ও ইয়েস সদস্যরা গোলাবাড়ি হতে সংগঠনের (এসিজি)’র কাজ শেষ করে মধুপুর ফেরার পথে টাঙ্গাইল - জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ি ব্রিজের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটো চালক আব্দুল গফুরের মৃত্যু হয় এবং এ সময় অটোর যাত্রী ইয়েস গ্রুপের ৩ সদস্য গরুতর হয়। আহতদের উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে উপজেলার পিরোজপুর গ্রামের মেহেদী হাসান রনি মৃত্যু হয়।
মধুপুর থানার ওসি তদন্ত রাসেল আহমেদ জানান, টাঙ্গাইল- জামালপুর মহাসড়কের মধুপুরের গোলাবাড়ী নামক স্হানে বৃহস্পতিবার২৭ (ফেব্রুয়ারী) দুপুরে ট্রাক,ভ্যান, অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয় এবং চারজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন গোলাবাড়ী ইউনিয়নের মাঝিরা গ্রামের মৃত শুইখা জোয়ার্দারের ছেলে গফুর (৫৫)। আহতরা হলেন টেংরী এলাকার সোলাইমানের ছেলে রুহুল আমীন রনী ( ২৩) , পঁচিশা এলাকার আন্তাজ আলীর ছেলে জামাল(২৮), পিরোজপুর এলাকার খোরশেদ আলীর ছেলে রুহুল আমিন (২৩), ইদিলপুর এলাকার সুমী আক্তার(১৮)। স্হানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পারিবারিক সূত্রে জানা যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পিরোজপুর গ্রামের মেহেদী হাসান রনির মৃত্যু হয়েছে এবং টেংরী এলাকার রহুল আমীন রনির অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেছেন সুমির অবস্থায় ও আশংকাজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।