ইফতেখার আলম বিশাল : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। সেনাবাহিনীর আধুনিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি রেজিমেন্টের সদস্যদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ভূমিকার প্রশংসা করে সেনাপ্রধান রেজিমেন্টের সকল সদস্যকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সেনাপ্রধান পৌঁছালে তাঁকে সামরিক রীতিতে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এবং একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার তাঁকে ‘কর্নেল র্যাংক ব্যাজ’ পরিয়ে দেন, এর মাধ্যমে তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন।