শিরোনাম
◈ ভারতে আবার ভাষা-বিতর্ক: হিন্দি চাপানোর প্রতিবাদ জানাল তামিলনাড়ু ◈ শুধু রাস্তা, ব্রিজ দিয়ে মানুষের মন জয় করা যায় না:  জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ◈ পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে অনিয়মের অভিযোগে জামায়াত প্রার্থীদের ভোট বর্জন ◈ টাঙ্গাইলের মধুপুরে ট্রাক, ব্যাটারিচালিত অটো ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত - ২,  আহত - ৪   ◈ এশিয়া কাপ ভারত থেকে সরতে যাচ্ছে আমিরাত অথবা শ্রীলঙ্কায়! ◈ দেশের প্রয়োজনে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত ইনফ্যান্ট্রি রেজিমেন্ট : সেনাপ্রধান ◈ যেকোনো পিচে বাংলাদেশের পেসাররা ২০ উইকেট নিতে পারে: রমিজ রাজা ◈ জ্বালানির চাহিদা মেটাতে রাশিয়াকে পাশে চাইছেন ইউনূস, মস্কোর সঙ্গে কথা পারমাণবিক বিদ্যুৎ নিয়ে ◈ আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ, ভারত ও পাকিস্তান মুুখোমুখি হতে পারে ৩ বার ◈ আজ রাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০২ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অমানবিক নির্যাতনের পর মৃত ভেবে  বিল্লালকে ফেলে রেখে গেছে বিএসএফ, আরও যা জানালেন  স্ত্রী জহুরা খাতুন

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে অমানবিক নির্যাতনের পর মৃত ভেবে এক যুব‌ক‌কে ফেলে রেখে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দি‌কে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে টহল চলাকালীন আহত বিল্লাল‌কে পড়ে থাক‌তে দেখে তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন বিজিবি সদস্যরা।

বিএসএফের নির্যাতনের শিকার বিল্লাল সানা খুলনা পাইগাছার খড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে।

আহতের স্ত্রী জহুরা খাতুন জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের কলকাতার মধ্যেম গ্রামে লেবারের কাজ করতেন বিল্লাল সানা। বুধবার দুপুরে ভারত থে‌কে বাংলাদেশে আসার উদ্দেশ্যে ৭/৮ জন একসঙ্গে বের হন। পরে রাতে বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও বিল্লাল ধরা পড়ে বিএসএফের হা‌তে। প‌রে নির্যাতনের একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে বিএসএফ মৃত ভেবে বাংলাদেশ সীমান্তে ফেলে যায় বিল্লালকে। পরে মোবাইলে খবর পেয়ে বিকালে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন আহতের স্বজনরা।

কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, বিল্লাল‌কে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্ত টহলের সময় গুরুতর আহত অবস্থায় বিল্লালকে পাওয়া যায়। এ সময় তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়