শিরোনাম
◈ একদিকে বন্ধ হয় শিল্প কারখানা, অন্যদিকে বাড়ে রপ্তানি ◈ শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচের কাঁচা বাজারে ভ.য়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট (ভিডিও) ◈ ৮ নির্দেশনা নির্বাচন ভবনে প্রবেশে ◈ রোহিঙ্গা সঙ্কট সমাধানে সফলতা অর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ মায়ানমার আরকান আর্মির হাতে জিম্মি থাকা ২৯ জন জেলেকে ফেরত আনলো বিজিবি ◈ ২২ ডিসির পাসপোর্ট বাতিল করা হয়েছে, যাদের করা হল ◈ থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী ২৪ বাংলাদেশি ◈ নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ পুরো সংবিধানকে বদলে ফেলা যুক্তিযুক্ত নয়: ড. কামাল হোসেন (ভিডিও) ◈ আবারও শ্রীনগরে একটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি হয়েছে!

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৪ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও শ্রীনগরে একটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি হয়েছে!

মুন্সীগঞ্জের শ্রীনগরে আবারও একটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি হয়েছে। এ নিয়ে গত ২০ দিনে ৩টি কবরস্থান থেকে ৪ দফায় ২৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটল। 

বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া কবরস্থানে স্থানীর জনগণ ২৫টি কবর খোঁড়া দেখতে পান। পরে কবরস্থান কমিটির লোকজন সেখানে তল্লাশি চালিয়ে দেখেন ওইসব কবর থেকে ৭টি কঙ্কাল চুরি করেছে চোর চক্র।

তাদের ধারণা, বুধবার রাতের যেকোনো সময় কঙ্কালগুলো চুরির ঘটনা ঘটে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি রাতে বীরতারা জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে ১২টি কবর খুঁড়ে ৪টি কঙ্কাল, ১৬ ফেব্রুয়ারি রাতে উপজেলার বেজগাঁও কবরস্থান থেকে ৮টি কঙ্কাল ও ১৩ ফেব্রুয়ারি রাতে ওই কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি হয়।

বেজগাঁও কবরস্থান কমিটির সভাপতি আবুল কালাম কানন জানান, কঙ্কাল চুরির ঘটনার পর থেকে ওই কবরস্থানে পাহারার ব্যবস্থা করা হয়েছে। 

এ বিষয়ে শ্রীনগর থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, কবরস্থানগুলোতে প্রাচীর না থাকাতে চোরচক্র অতি সহজে জঘন্য এ কাজ করে যাচ্ছে। কবর খুঁড়ে কঙ্কাল চুরি হবার ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়