শিরোনাম
◈ রোহিঙ্গা সঙ্কট সমাধানে সফলতা অর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ মায়ানমার আরকান আর্মির হাতে জিম্মি থাকা ২৯ জন জেলেকে ফেরত আনলো বিজিবি ◈ ২২ ডিসির পাসপোর্ট বাতিল করা হয়েছে, যাদের করা হল ◈ থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী ২৪ বাংলাদেশি ◈ নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ পুরো সংবিধানকে বদলে ফেলা যুক্তিযুক্ত নয়: ড. কামাল হোসেন (ভিডিও) ◈ আবারও শ্রীনগরে একটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি হয়েছে! ◈ চারদিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম ◈ এবার খাদ্যে বিভাগের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান! ◈ জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে প্রধান উপদেষ্টাসহ আমন্ত্রণ পেলেন যারা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৩ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার খাদ্যে বিভাগের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান!

বগুড়ায় খাদ্য বিভাগের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান থাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজুকে প্রত্যাহার করে খাদ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

জাতীয় একটি দৈনিকে রিপোর্টের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার সন্ধ্যায় বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদ্য সাবেক খাদ্য নিয়ন্ত্রক রাজু তাকে প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, বগুড়ার খাদ্য বিভাগ ‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা বস্তায় এখনো চাল বিতরণ করছে বলে অভিযোগ উঠে। জাতীয় একটি দৈনিকে গত ২৬ ফেব্রুয়ারি ‘ফ্যাসিস্টের মায়া কাটেনি বগুড়া খাদ্য বিভাগের’ শিরোনামে রিপোর্ট প্রকাশ হয়।

তবে ওই বস্তা কোথায় ও কখন ব্যবহার হয়েছে সেই ব্যাপারে কোনো উল্লেখ করা হয়নি। বস্তার গায়ে ২০১৭-২০১৮ সাল লেখা রয়েছে। এ রিপোর্টের পরিপ্রেক্ষিতে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজুকে প্রত্যাহার করে খাদ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়।

গত বুধবার নেওয়া ওই সিদ্ধান্তের পর মন্ত্রণালয় একজন যুগ্ম সচিবকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্য মন্ত্রণালয় সারা দেশে কোনো ধরনের বিতর্কিত বস্তা ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছে।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সূত্র জানায়, খাদ্য অধিদপ্তর ‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা স্লোগানের বস্তা ব্যবহার না করতে ও কালি দিয়ে মুছে দেওয়ার জন্য নির্দেশনা দেয়। নির্দেশ অনুসারে কালি দিয়ে বস্তার স্লোগানটি মুছে চাল বিবরণ করা হয়েছে।

বগুড়ার সদ্য সাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজু জানান, তাকে খাদ্য অধিদপ্তরে সংযুক্ত করার চিঠি পেয়েছেন। তিনি দাবি করেন, জাতীয় ওই দৈনিকে গত ২০১৭ ও ২০১৮ সালের বস্তার ছবি দিয়ে রিপোর্ট করা হয়েছে। বর্তমানে সাবেক সরকারের স্লোগান লেখা কোনো বস্তা গুদামে অবশিষ্ট নেই। রিপোর্টে দেওয়া বস্তাগুলো ছবি কোথা থেকে ও কবে তোলা সে সম্পর্কে কিছু লেখা হয়নি।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে এ রিপোর্ট অপ্রত্যাশিত ও মনগড়া। সুষ্ঠু তদন্ত হলে এর সত্যতা প্রকাশ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়