ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের দায়ে ‘মামা ভাগিনা ফুড প্রোডাক্টস’ নামের একটি বেকারিকে ১০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বালুদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চারঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং-এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।
বিএসটিআই সূত্র জানায়, প্রতিষ্ঠানটি গুণগত মানসনদ (সনদ) গ্রহণ না করে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ তৈরি ও বাজারজাত করছিল। পাশাপাশি তাদের পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা করে।
বিএসটিআই জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।