শিরোনাম
◈ রোহিঙ্গা সঙ্কট সমাধানে সফলতা অর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ মায়ানমার আরকান আর্মির হাতে জিম্মি থাকা ২৯ জন জেলেকে ফেরত আনলো বিজিবি ◈ ২২ ডিসির পাসপোর্ট বাতিল করা হয়েছে, যাদের করা হল ◈ থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী ২৪ বাংলাদেশি ◈ নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ পুরো সংবিধানকে বদলে ফেলা যুক্তিযুক্ত নয়: ড. কামাল হোসেন (ভিডিও) ◈ আবারও শ্রীনগরে একটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি হয়েছে! ◈ চারদিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম ◈ এবার খাদ্যে বিভাগের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান! ◈ জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে প্রধান উপদেষ্টাসহ আমন্ত্রণ পেলেন যারা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩১ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে মেলা দেখতে গিয়ে নিখোঁজ মমিনের লাশ মিললো ধানক্ষেতে

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরে সরিষাবাড়ীতে নানার সাথে ওরশ শরীফে মেলা দেখতে গিয়ে মমিনুল ইসলাম মমিন (১৮) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোর মমিনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মমিন পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্ধি ইউনিয়নের বড় ঝোপনা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মমিন শারীরিক ভাবে বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। গত বুধবার বিকালে মমিন ও তার ছোট বোন ডোয়াইল ইউনিয়নে নানা বাড়ীতে বেড়াতে আসে। সন্ধ্যার পর রাতের খাবার খেয়ে নানা মোহাম্মদ আলীর সাথে মুশুদ্ধি মাজারের ওরশ শরীফে বেড়াতে যায়। এসময় মেলায় মানুষের ভিরে মুমিনকে হারিয়ে ফেলে নানা। পরে অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে বাড়ী চলে যায় নানা। এদিকে বৃহস্পতিবার সকালে ডোয়াইল ইউনিয়নের ঝিনাই নদীর পাশে ধান ক্ষেতে মমিনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে নানা মোহাম্মদ আলী বলেন, ‘রাতে মাজারে গিয়ে হঠাৎ পাশ থেকে মমিন হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আমি বাড়ি চলে আসি। পরে সকালে জানতে পারি ঝিনাই নদীর পাড়ে ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে। শুনে গিয়ে মমিনের লাশ দেখতে পাই। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।  লাশটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর হয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়