তপু সরকার হারুন : শেরপুরের নকলায় অপারেশন ডেভিল হান্টে নুরে আলম তালুকদার ভুট্টো (৫০) নামে একইউপি চেয়ারম্যানকে আটক করেছে নকলা থানা পুলিশ।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে নকলা পৌরশহরের নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। নুরে আলম তালুকদার উরফা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ নকলা উপজেলা শাখার সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি উরফা ইউনিয়নের লয়খা গ্রামের মৃত আলাউদ্দিন তালুকদারের ছেলে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আটক হওয়া ইউপি চেয়ারম্যান নুরে আলম
তালুকদার ভুট্রো ২০২৪ সনের ৪ আগস্ট উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের
হওয়া মামলার সন্দিগ্ধ আসামী। তাকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।