শিরোনাম
◈ বিডিআর হত্যাকাণ্ডের ভয়াবহ বর্ণনা দিলেন র‌্যাবের তৎকালীন সিও (ভিডিও) ◈ সড়ক ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা নিয়ে যা বললেন বুয়েট ভিসি (ভিডিও) ◈ খেলাপি ঋণ ছাড়াল ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা ◈ শিগগিরই চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ◈ গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে হট্টগোল! ◈ যাদের নিয়ে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ ◈ হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা  ◈ আরব আমিরাতের বিরুদ্ধে রাতে মাঠে নামছে বাংলাদেশ নারী দল ◈ ‘আমরা প্রস্তুত আছি, আশা করছি ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে পারবো’ ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব পালনে অবহেলা, পাকিস্তানে ১০০ পুলিশ বরখাস্ত

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:১৭ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর ওপর নি.র্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধ.র্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর ওপর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ১০ জানুয়ারি প্রেমের সম্পর্ক থেকে দুই তরুণ-তরুণী বিয়ে করেন। অভিভাবকরা এ বিয়ে মেনে না নেয়ায় তরুণী একাই ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন এবং তার স্বামী একই এলাকার আরেকটি বাসায় ভাড়া থাকেন। গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে বারোটায় তরুণীর সঙ্গে তার স্বামী দেখা করতে যাওয়ার পথে পূর্ব লামাপাড়া এলাকার মনিরের ছেলে নাজমুল ও তার বন্ধু রনি দলবল নিয়ে তাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এরপর গলায় ছুরি ধরে তারা শারীরিকভাবে নির্যাতন করে এবং নির্যাতনের ভিডিও ধারণ করে রাখে। সেই ভিডিও তরুণীকে দেখিয়ে নাজমুল ও রনি পর্যায়ক্রমে ধর্ষণ করে। এরপর স্বামী-স্ত্রীর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘তাৎক্ষণিক বিষয়টি থানায় জানানো হয়নি। ফলে ধর্ষকরা সুযোগ পেয়ে পালিয়েছে। আমরা মামলা গ্রহণ করেছি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশ কাজ করছে।’ উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়