শিরোনাম
◈ আমেরিকার নাগরিকত্বের জন্য ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ অফার ◈ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কোথায়, জানালেন আসিফ মাহমুদ ◈ রক্তের ওপর দাঁড়িয়ে থাকা আন্দোলন ব্যর্থ হতে দেব না: মধ্যরাতে কুয়েট শিক্ষার্থীদের বিবৃতি ◈ আরব আমিরাতের কাছে বাংলাদেশ নারী দলের হার  ◈ ‘কনুই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে আমি ইনস্ট্যান্ট সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই’ (ভিডিও) ◈ জার্মানির সঙ্গে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা  ◈ বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী : প্রধান উপদেষ্টা  ◈ ‘বঞ্চিত’ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাংলামোটর মোড় অবরোধ (ভিডিও) ◈ ইংল্যান্ডকে বিদায় করে চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে রইলো আফগানিস্তান ◈ বিএনপির ‘বিশেষ বর্ধিত সভা’ কাল, ১০টায় শুরু হয়ে চলবে রাত পর্যন্ত, তারেক রহমান নির্বাচনী নির্দেশনা দিবেন

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৫৮ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে গৃহবধূ হত্যার দায়ে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে আকলিমা বেগম ওরফে সোনিয়া (৩০) নামের এক গৃহবধূ হত্যার দায়ে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাদেরকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। 

নিহত সোনিয়া ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী গ্রামের আ: ওহাব শেখের মেয়ে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ীর কালুখালী উপজেলার খামারবাড়ি এলাকার আঃ খালেক বিশ্বাসের ছেলে সালাম বিশ্বাস (৪০) ও একই উপজেলার মোহনপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুস শেখের ছেলে মো. আনিছুর রহমান (৩২)। 

রায় ঘোষণার সময় মো. আনিছুর রহমান আদালতে হাজির ছিলেন না। আদালতে উপস্থিত সালাম বিশ্বাসকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর একটি ফোন পেয়ে সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুরের ভাড়া বাড়ি থেকে বের হন গৃহবধূ আকলিমা বেগম ওরফে সোনিয়া। এর একদিন পর ২০ সেপ্টেম্বর ফরিদপুর সদরের সিএন্ডবি ঘাট এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরবর্তীতে নিহত সোনিয়ার বাবা আঃ ওহাব শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, এই রায়ে প্রমাণ হয়েছে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। এ রায়ে আমরা সন্তুষ্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়