শিরোনাম
◈ ‘কনুই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে আমি ইনস্ট্যান্ট সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই’ (ভিডিও) ◈ জার্মানির সঙ্গে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা  ◈ বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী : প্রধান উপদেষ্টা  ◈ ‘বঞ্চিত’ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাংলামোটর মোড় অবরোধ (ভিডিও) ◈ ইংল্যান্ডকে বিদায় করে চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে রইলো আফগানিস্তান ◈ বিএনপির ‘বিশেষ বর্ধিত সভা’ কাল, ১০টায় শুরু হয়ে চলবে রাত পর্যন্ত, তারেক রহমান নির্বাচনী নির্দেশনা দিবেন ◈ চার পদ ঠিক রেখে জাতীয় নাগরিক কমিটির সব কমিটি বিলুপ্ত ◈ উপদেষ্টা থাকাকালে আয়-ব্যয়ের হিসাব দিলেন নাহিদ ◈ আমি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী : আব্দুল কাদের ◈ বিডিআর হত্যাকাণ্ডের ভয়াবহ বর্ণনা দিলেন র‌্যাবের তৎকালীন সিও (ভিডিও)

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৪১ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় এক নাগরিক গ্রেপ্তার

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ অনুপ্রবেশকারী  শুকুর আলী নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে পুলিশ। গ্রেপ্তারকৃত শুকুর আলী ভারতের ত্রিপুরারাজ্যের কৈলাশ শহরের অনুপুটি গ্রামের ওহাব আলীর ছেলে বলে জানা গেছে। 

পুলিশ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধার দিকে ভাটারা বাজারে এক যুবক অনেক সময় ধরে বাজারের বিভিন্ন স্থানে ঘুরাফেরা করছিল। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তার পরিচয় জানতে চায়। এসময় শুকুর আলী বাংলায় কথা না বলে হিন্দি ভাষায় কথা বলে। পরে স্থানীয়রা তাকে আটকে রেখে থানা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পোঁছে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ১৫ দিন আগে কোন প্রকার কাগজপত্র ছাড়াই অবৈধ পথে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে কক্সবাজার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে সেখান থেকে ট্রেনে ঢাকা এসে আবার ট্রেনে করেই সরিষাবাড়ীতে আসে বলে জানায় গ্রেপ্তারকৃত শুক্কুর আলী। এ ঘটনায় বুধবার সকালে সরিষাবাড়ী থানার এস আই শরিফুল ইসলাম বাদী হয়ে অবৈধ পথে অনুপ্রবেশ করার অপরাধে তাকে আসামী করে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: চাঁদ মিয়া বলেন, ভাটারা থেকে আটককৃত ভারতের নাগরিকের বিরুদ্ধে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়