শিরোনাম
◈ যাদের নিয়ে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ ◈ হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা  ◈ আরব আমিরাতের বিরুদ্ধে রাতে মাঠে নামছে বাংলাদেশ নারী দল ◈ ‘আমরা প্রস্তুত আছি, আশা করছি ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে পারবো’ ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব পালনে অবহেলা, পাকিস্তানে ১০০ পুলিশ বরখাস্ত ◈ ১২শ টাকার জন্য হত্যা, তিনজন গ্রেফতার ◈ রাজধানীতে নিরাপত্তার জোরদার ◈ নাসের হুসেইন ও অ্যাথারটনের দৃষ্টিতে, ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পেয়েছে  ◈ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জুলাইয়ে বাংলাদেশে আসবে পাকিস্তান ◈ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন মাহফুজ আলম

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৪১ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় এক নাগরিক গ্রেপ্তার

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ অনুপ্রবেশকারী  শুকুর আলী নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে পুলিশ। গ্রেপ্তারকৃত শুকুর আলী ভারতের ত্রিপুরারাজ্যের কৈলাশ শহরের অনুপুটি গ্রামের ওহাব আলীর ছেলে বলে জানা গেছে। 

পুলিশ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধার দিকে ভাটারা বাজারে এক যুবক অনেক সময় ধরে বাজারের বিভিন্ন স্থানে ঘুরাফেরা করছিল। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তার পরিচয় জানতে চায়। এসময় শুকুর আলী বাংলায় কথা না বলে হিন্দি ভাষায় কথা বলে। পরে স্থানীয়রা তাকে আটকে রেখে থানা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পোঁছে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ১৫ দিন আগে কোন প্রকার কাগজপত্র ছাড়াই অবৈধ পথে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে কক্সবাজার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে সেখান থেকে ট্রেনে ঢাকা এসে আবার ট্রেনে করেই সরিষাবাড়ীতে আসে বলে জানায় গ্রেপ্তারকৃত শুক্কুর আলী। এ ঘটনায় বুধবার সকালে সরিষাবাড়ী থানার এস আই শরিফুল ইসলাম বাদী হয়ে অবৈধ পথে অনুপ্রবেশ করার অপরাধে তাকে আসামী করে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: চাঁদ মিয়া বলেন, ভাটারা থেকে আটককৃত ভারতের নাগরিকের বিরুদ্ধে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়