শিরোনাম

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৮ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ডাকাতের সর্দারসহ ১০ জন গ্রেফতার

ইফতেখার আলম বিশাল : রাজশাহীতে সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দার ডাকু আউয়ালসহ ১০ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।
 
সোমবার রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় র‍্যাব-৫ এর একটি বিশেষ দল।
 
র‍্যাব-৫ জানায়, রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে সম্প্রতি ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সদস্য।
 
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত দলের সর্দার মো. আব্দুল আউয়াল ওরফে ডাকু আউয়াল (৪৫) এবং তার সহযোগী মো. সম্রাট (৩৮)। এছাড়া ছিনতাই ও চাঁদাবাজ চক্রের মূলহোতা ও সক্রিয় সদস্যদের মধ্যে রয়েছে— মো. শান্ত ইসলাম (২২), মো. জিসান হোসেন (২৩), মো. মাইন হোসেন আলিফ (১৯), মো. শাকিল খান (২৩), মো. নাইম ইসলাম (২৫), মো. শরিফুল ইসলাম ওরফে সনি (৩২), মো. আকাশ হোসেন (২৩), মো. সোহাগ আলী (২৮) ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য মো. জীবন ইসলাম (১৬)।
 
র‍্যাব-৫ এর সদস্যরা অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করে। এর মধ্যে রয়েছে—৪টি মোবাইল ফোন, ৪টি মানিব্যাগ, নগদ ১,৬৪৫ টাকা,
১টি ধারালো টিপ চাকু, ১টি চাঁদা আদায়ের রশিদ বই ও ১টি মোটরসাইকেল।
 
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ডাকু আউয়াল ও সম্রাটের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এছাড়া বাকি গ্রেফতারকৃতদের বিরুদ্ধেও মাদক, ছিনতাই ও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে।
 
ছিনতাইকারী হিসেবে পরিচিত এই চক্র দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের গ্রেফতার করায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে র‍্যাব।
 
র‍্যাব-৫ জানায়, রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের বিশেষ অভিযান চলমান থাকবে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট, হাইওয়েতে যানবাহন তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।
 
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে র‍্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়