শিরোনাম

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৭ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনায় ডাকাতি ও অস্ত্রসহ নয় মামলার আসামি গ্রেপ্তার করেছে পুলিশ

সাগর আকন, বরগুনা : বরগুনা সদরের গৌরিচন্না এলাকা থেকে ডেভিল হান্টের চলমান অভিযানে ডাকাতি ও অস্ত্র মামলার আসামি মোঃ রাসেল পাহলানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গৌরিচন্নার আবাসন  এলাকা থেকে অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ রাসেল পাহলান (৩৪) বরগুনা সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামের আলী আকবর পাহলানের ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২টি ডাকাতি, ১টি দস্যুতা, ২টি অস্ত্র আইনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ২টি মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। এছাড়াও বরগুনা থানায় অস্ত্র আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, রাসেল পাহলানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি,অস্ত্র এবং মাদকসহ ৯টি মামলা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়