শিরোনাম
◈ হঠাৎ কেন বাংলাদেশ নিয়ে অতি তৎপর অজিত দোভাল? (ভিডিও) ◈ আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার ◈ আবার ফিরে আসতে পারে ‘স্বৈরশাসনের যুগ’ ◈ বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া বিষয়ে ট্রাম্পের তথ্য ভুল, দাবি করেছে ডিসমিসল্যাব ◈ চীন সফর ও নতুন দলে থাকা নিয়ে আলোচনা, যা জানালেন জোনায়েদ ও রিফাত ◈ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান ◈ এবার আলিবাবা উন্মুক্ত করল ভিডিও ও ছবি তৈরির এআই মডেল ◈ ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্রান্সের প্রেসিডেন্ট যে ‘এন্ডগেম’ প্রস্তাব দিয়েছেন, যা জানাগেল ◈ গত ছয় মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল: প্রেস সচিব ◈ এবার ২৯ মিলিয়ন ডলার অর্থের নজরদারির বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়পুরায় ডাকাতি করার সময় ৩ ডাকাত গ্রেপ্তার

সানজিদা রুমা নরসিংদী :-নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, চাকু, মোবাইল সেট, টর্চ লাইট ও টাকা জব্দ করা হয়।
 
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।
 
এর আগে গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনে ও রাতে রায়পুরা ও ভৈরবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতাররা হলেন, কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের মধ্যপাড়া এলাকার আজগর মিয়ার ছেলে মোর্শেদ মিয়া (৩৬), একই থানার দড়িচন্ডিবের এলাকার ইদু মিয়ার ছেলে মো. সজিব (৩৮) ও মো. খোরশেদ আলমের ছেলে কাওসার মিয়া (৪২)।
 
পুলিশ সুপার জানান, ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার নামাপাড়া এলাকায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে মাইক্রোবাস ও প্রাইভেটকারে ডাকাতি এবং দুই দিন পরে একই স্থানে মোটরসাইকেল আটকিয়ে ডাকাতি করে একটি ডাকাত দল। পরে দুটি ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে তৎপরতা শুরু করে থানা ও ডিবি পুলিশ। এই ঘটনায় রায়পুরা থানায় পৃথক দুটি ডাকাতির মামলা করা হয়েছে। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা ও ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
 
তিনি আরও জানান, গ্রেফতারদের মধ্যে মোর্শেদ মিয়া ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানো হয়। অন্যদিকে তার দেওয়া তথ্যে ডাকাতির ঘটনায় ১০ জনকে চিহ্নিত করা হয়েছে। তারা দুইভাগে ভাগ হয়ে দলগতভাবে ডাকাতি করে। আর অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়