শিরোনাম
◈ প্রতিরোধ গড়ুন, তবে আইন নিজের হাতে তুলে নেবেন না: ডিএমপি কমিশনার ◈ ‌‌‘একটি দলের নেতা মাইকে চাঁদাবাজির ঘোষণা দিয়েছে, এতে অন্যরাও উত্তসাহিত হচ্ছে’ (ভিডিও) ◈ কক্সবাজারের চকরিয়া রাস্তা হাজারো এনআইডি কার্ডে সয়লাব! তদন্ত কমিটি গঠন ◈ কাবাডি সিরিজে নেপালের বিরুদ্ধে ২-১ এ এগিয়ে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার  ◈ গাজীপুরের একটি রিসোর্ট থেকে ৪৪টি বন্য প্রাণী উদ্ধার ◈ মুশফিক ও রিয়াদের আউটের ধরন নিয়ে সমালোচনায় ভারতের ওয়াসিম জাফর ◈ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮১টি ডট বল খেলার যে ব্যাখ্যা দিলেন অধিনায়ক শান্ত ◈ ঘরে-বাইরে আতঙ্ক, আইনশৃঙ্ঘলা ঠিক করতে হার্ডলাইনে যাচ্ছে সরকার ◈ যেকোন পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রাখতে হবে : প্রিন্স

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪৬ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে মালিকবিহীন ৮০ হাজার ইয়াবা উদ্ধার

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে কেওড়া বাগান থেকে দুটি ব্যাগের ভেতর ৮০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ উপজেলার মির্জাজোড়া এলাকার নাফনদীর কিনারায় কেওড়া বাগানে এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মিয়ানমারের দুইজন চোরাকারবারি সুকৌশলে সাঁতরিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মির্জাজোড়া এলাকার নাফনদীর কিনারায় কেওড়া বাগানে প্রবেশ করে। তারা বাংলাদেশি সহযোগীদের কাছে ইয়াবা হস্তান্তরের পরিকল্পনা করছিল।

এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ দল ও টেকনাফ বিওপির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কেওড়া বাগানের ভেতরে পালিয়ে যায়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া কর্দমাক্ত দুটি ব্যাগের ভেতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন। বিজিবি মহাপরিচালকের মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির বাস্তবায়নে টেকনাফ ব্যাটালিয়ন নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়