জিয়াবুল হক, টেকনাফ : টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে সাজা পরোয়ানায়ভুক্ত ২ আসামীকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। আসামিরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার আব্দুর জব্বারের ছেলে নুরুল হোছন, একই ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়ার মো. আলীর ছেলে মো. ইসহাক।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) গভীর রাতে টেকনাফ মডেল থানার এসআই নিঃ মাসুম ফরহাদ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় হ্নীলা ইউনিয়ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামীদের আটক করে।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।