শিরোনাম
◈ কক্সবাজারের চকরিয়া রাস্তা হাজারো এনআইডি কার্ডে সয়লাব! তদন্ত কমিটি গঠন ◈ কাবাডি সিরিজে নেপালের বিরুদ্ধে ২-১ এ এগিয়ে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার  ◈ গাজীপুরের একটি রিসোর্ট থেকে ৪৪টি বন্য প্রাণী উদ্ধার ◈ মুশফিক ও রিয়াদের আউটের ধরন নিয়ে সমালোচনায় ভারতের ওয়াসিম জাফর ◈ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮১টি ডট বল খেলার যে ব্যাখ্যা দিলেন অধিনায়ক শান্ত ◈ ঘরে-বাইরে আতঙ্ক, আইনশৃঙ্ঘলা ঠিক করতে হার্ডলাইনে যাচ্ছে সরকার ◈ যেকোন পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রাখতে হবে : প্রিন্স ◈ তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন : বুলু (ভিডিও) ◈ অনলাইনে আয়কর রিটার্ন সংশোধনের সুবিধা দিলো এনবিআর

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:১৪ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি, ট্যাক্স বৃদ্ধি করতে হবে : এনবিআর চেয়ারম্যান

ইফতেখার আলম বিশাল: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান বলেছেন, ‘আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি’ এবং দেশের আর্থিক সংকট থেকে উত্তরণে ট্যাক্স আদায় বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৬ সালের প্রাক-বাজেট আলোচনায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বর্তমানে আমাদের এক কোটি ১২ লাখ টিআইএনধারী রয়েছে, কিন্তু মাত্র ৪০ লাখ রিটার্ন দিচ্ছে। এর মধ্যে প্রায় ২৫ থেকে ২৬ লাখ মানুষ খুবই কম ট্যাক্স দেয় বা কোনো ট্যাক্স দেয় না। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদেরকে ট্যাক্স সংগ্রহ বৃদ্ধি করতে হবে। আমরা দীর্ঘ ৫২-৫৩ বছর ধরে ঋণ নিয়ে বাজেট প্রণয়ন করছি, যা আমাদেরকে ঋণগ্রস্ত জাতিতে পরিণত করেছে।’

এনবিআর চেয়ারম্যান আরো বলেন, ‘আমরা এই সংকট থেকে মুক্তি পেতে ট্যাক্স আদায়ের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। রাষ্ট্রের ব্যয় বাড়লেও ভ্যাট আদায় ঠিকভাবে হচ্ছে না, যার ফলে অর্থের সংকট সৃষ্টি হচ্ছে। ১৯৯১ সালের ভ্যাট আইন পরিবর্তন করার পর এই সমস্যা আরও তীব্র হয়েছে। তাই ট্যাক্স প্রশাসনকে অটোমেটেড করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

এছাড়া, তিনি প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীদের অভিযোগ শোনেন এবং সোনামসজিদ পোর্টের উন্নয়ন ও স্থানীয় ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনার দাবি তুলে ধরেন।

এ আলোচনা সভায় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন এনবিআর-এর সদস্যগণ, রাজশাহী চেম্বার অব কমার্সের বিভিন্ন সদস্য এবং শিল্পমালিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়