মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরে সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬ টার দিকে দিগপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি মহাসড়কের মহাদান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সাব্বির নামে আরও একজন আহত হয়। নিহত আশরাফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ থানার সোনাপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে এবং আহত সুজন বাবু (২৮) একই এলাকার সাব্বির হোসেনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আশরাফুল ও সুজন বাবু গভীর নলকুব স্থাপন ও সাপ্লাই পানির খননের কাজ করেন। ভোরে মোটরসাইকেল যোগে জামালপুর সদর থেকে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার এলাকায় আসছিলো। পথিমধ্যে মহাদান ইউনিয়নের বারইপটল ব্রীজ পার হলে শেখের বাড়ি নামক স্থানে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নারকেল গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় মোটর সাইকেল চালক আশরাফুলের মাথায় আঘাত লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরজনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ চাঁদ মিয়া বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।