শিরোনাম
◈ ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ আমরা নিজেরা বিভেদে জড়িয়ে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ এবং দেশের মানুষ: তারেক রহমান (ভিডিও) ◈ অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ম্যাচ টস ছাড়াই পরিত্যক্ত, সেমিফাইনালে উঠতে যে সমীকরণ ◈ গ্যাসের মূল্যবৃদ্ধিতে বিপর্যয়ে পড়বে শিল্প খাত! ◈ যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যাপল ◈ অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ ◈ ৮২ পুলিশ কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি ◈ বিডিআর হত্যার বিচারের নামে প্রহসন করা হয়েছে: মির্জা আব্বাস ◈ পরবর্তী তথ্য উপদেষ্টা কে হচ্ছেন? আলোচনায় যার নাম ◈ নিরপেক্ষ ও শক্ত হাতে সরকার পরিচালনা করুন : মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৯ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন 

বিএনপি-জামায়াত ও বিএনপির পৃথক দু' প্যানেলের ৭ জন, আওয়ামী লীগপন্থি ৬ জন নির্বাচিত

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদে জয় পেয়েছেন বিএনপি- জামায়াত ও আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপিপন্থি আইনজীবীরা। আর আওয়ামীপন্থিরা ৬টি পদে জয় পেয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্য সম্পাদকীয় পদে তারা জয়ী হয়েছেন।

সোমবার রাতে আইনজীবী সমিতি কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এক বছর মেয়াদী এই নির্বাচনে ইসাহাক- সেন্টুর নেতৃত্বে সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল, আকরাম-কনকের নেতৃত্বে আইনজীবী ঐক্য ফ্রন্ট ও আওয়ামীলীগপন্থি মনিরুল-ডলার পরিষদ এই তিন প্যানেল নির্বাচনে অংশ নেন। 

সভাপতি পদে জয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেলের আলহাজ্ব মহম্মদ ইসাহাক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্টের মাহমুদুল ইসলাম কনক। এ ছাড়া আওয়ামী সমর্থিত মনিরুল- ডলার প্যানেলের প্রার্থীদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে মিসেস আনজুমান আরা, সহ-সভাপতি আলহাজ মো. সোহরাব আলী (২), অর্থ সম্পাদক মো. তরিকুল ইসলাম আজিজি, সাংস্কৃতিক সম্পাদক পদে তানভীর রহমান (নিতু) এবং কার্যনির্বাহী সদস্য পদে এম এম এস মেহেদী হাসান (শাওন), মো. জাহাঙ্গীর আলম বিজয়ী হয়েছেন।

এদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি ছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে ফরিদ আহমেদ (জনি), গ্রন্থাগার সম্পাদক পদে মু. আবুল কালাম আযাদ এবং কার্যনির্বাহী সদস্য পদে সাবিনা ইয়াসমিন ও নাজমুস সাকিব নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আলাদাভাবে বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্ট প্রার্থীরা সাধারণ সম্পাদক পদসহ সহ-সাধারণ সম্পাদক পদে এম আব্দুস সালাম বিজয়ী হয়েছেন।

এর আগে সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। প্রসঙ্গত; চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোটার সংখ্যা ২২৪ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ২০২ জন। জেলা সমিতির ১৩ পদের বিপরীতে তিনটি প্যানেলসহ স্বতন্ত্র ১ জন প্রার্থী মিলে মোট ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়