শিরোনাম
◈ পদত্যাগ করে যা বললেন নাহিদ ইসলাম (ভিডিও) ◈ হাসিনার পতন মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধাদের উৎসাহিত করেছে ◈ মিরপুরে শাহাদাত বাহিনীর পরিচয়ে মার্কেটে হামলা ও চাঁদাবাজি, গ্ৰেফতার ১  ◈ ভারতের সঙ্গে সম্পর্কে টানাপড়েন, বাংলাদেশকে কাছে টানছে চীন ◈ অবশেষে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি: সেনাবাহিনী প্রধান (ভিডিও) ◈ চিরতরে ইন্টারনেট শাটডাউন বন্ধে স্টারলিংককে বাংলাদেশে আনা হচ্ছে: প্রেস সচিব ◈ পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দায়বদ্ধ: প্রধান উপদেষ্টা ◈ ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের তৃতীয় দিনের মতো বিক্ষোভ (ভিডিও) ◈ ভোটারকে ঘুষি মারার দায়ে ব্রিটিশ এমপির কারাদণ্ড (ভিডিও)

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪৪ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে চাঁদা না পেয়ে তরমুজসহ কাঁচা মালামাল ধংস, যুবক আটক

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ পৌরসভার বাস স্টেশন ফুটপাতের ফল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা চালায় এক যুবক। এ সময় চাঁদা না পেয়ে ব্যবসায়ীদের তরমুজসহ বিভিন্ন কাঁচামাল ভাঙচুর ও নষ্ট করে সে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে আটক করে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ পৌরসভার বাস স্টেশন সংলগ্ন ফুটপাতে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মো. শফিক (২৬)। তিনি পৌরসভার ২ নং ওয়ার্ড পুরাতন পল্লানপাড়া এলাকার বাসিন্দা বাচা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, অভিযুক্ত যুবক ফল ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করেন। কিন্তু ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষুব্ধ হয়ে হাতে থাকা লাঠি দিয়ে তরমুজসহ বিভিন্ন কাঁচামাল ভাঙচুর করেন। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়।

ব্যবসায়ী মো. আবদুল্লাহ বলেন, আমাদের কাছে চাঁদা চাইলে আমরা দিতে রাজি হইনি। এরপর সে লাঠি দিয়ে আমাদের তরমুজ ভেঙে ফেলে। পরে আমরা পুলিশকে খবর দেই। খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত শফিককে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, চাঁদাবাজির অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়