জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র্যাব এর পৃথক দুটি যৌথ অভিযানে ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারীকে আটক করেছে। সোমবার ২৪ ফেব্রুয়ারি রাত ৭ টায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি সোমবার টেকনাফ উপজেলার সাবরাং জিরো পয়েন্ট সমুদ্র এলাকা দিয়ে একটি ইয়াবার বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মধ্যরাত সাড়ে ১২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও র্যাব-১৫ সিপিসি-১ কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে সন্দেহজনক ইঞ্জিন চালিত একটি কাঠের বোট তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হল, শফি (১৭), শফিউল্লাহ (৪৬), বশির আহমেদ (৩৫), রফিক (২৪) এবং মনজুর আলম (৩০) টেকনাফের বাসিন্দা।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাত ৩ টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুড়ের মুখ এলাকায় কোস্ট গার্ড ও র্যাবের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সন্দেহজনক একটি কাঠের বোট তল্লাশী করে অভিনব কায়দায় রশি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে অর্ধ নিমজ্জিত একটি বস্তা হতে ২ লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়। বোটে অবস্থানরত মাদক কারবারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাঁতার কেটে তীরে উঠে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, অভিযানে জব্দকৃত সকল ইয়াবা ও আটককৃত ব্যাক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।