শিরোনাম
◈ বেলজিয়ামে আওয়ামী লীগ নেতাদের নিয়ে লঙ্কাকাণ্ড, বিধ্বস্ত চেহারায় প্রকাশ্যে হাছান মাহমুদ ◈ সংস্কার হতে হবে নির্বাচনমুখী: আন্দালিব রহমান পার্থ ◈ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন তৌহিদ হোসেন ◈ একদিন ম্যানেজ হলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি ◈ বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি ◈ সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত ◈ শুক্রবার আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল ◈ দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করা দরকার: তারেক রহমান ◈ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আসায় ক্ষতির মুখে দেশীয় টেক্সটাইল মিলস

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০৫ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দূর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা নিহত: আহত-৪ জন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার রাঙ্গারদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা বেগম সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। এসময় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
 
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুর-সালথা সড়কের কুজুরদিয়া নামকস্থানে যাত্রীবাহী মাহিন্দ্র উল্টে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।
 
নিহত শিক্ষিকা আসমা বেগম শহরের আলীপুর এলাকার বাসিন্দা ও সালথার আজলপুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল্লাহ আল আজাদ এর স্ত্রী। 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে সালথা বাজার থেকে ছেড়ে আসা ফরিদপুর গামী একটি মাহিন্দ্র গাড়ি কুজুরদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে পাঁচজন গুরুত্বর আহত হয়। এরমধ্যে রাঙ্গারদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা বেগম মারা যান। বাকি চার জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়