শিরোনাম
◈ শুক্রবার আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল ◈ দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করা দরকার: তারেক রহমান ◈ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আসায় ক্ষতির মুখে দেশীয় টেক্সটাইল মিলস ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে অনিশ্চয়তা! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে আমাদের সংহতি রয়েছে: হাসনাত আব্দুল্লাহ ◈ বিএনপির বর্ধিত সভায় চার হাজার লোকের সমাগম হবে, তারেক রহমান গুরুত্বপূর্ণ বার্তা দেবেন : এ্যানী ◈ নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ ◈ কক্সবাজারে বিমানবাহিনীর গুলিতে যুবকের মৃত্যুর তথ্য অপপ্রচার: আইএসপিআর ◈ ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ◈ তুরস্কের ক্ষমতাসীন দলে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার মেসুত ওজিল

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৫৬ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বাদল কুমার মন্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা-লারমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট হররাম এলাকার মোঃ আজগর আলী খাঁনের ছেলে মোঃ আব্দুল হামিদ খাঁন (৪৮), ঢাকা দক্ষিন কেরানীগঞ্জ এলাকার মৃত সহিদ পাইকের ছেলে মোঃ লিটন (৪৫), মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী হাটু বালুগাও এলাকার মোঃ বুদাই দেওয়ানের ছেলে মোঃ আয়নাল হক (৩৮), মুন্সিগঞ্জ জেলার লৌহজঙ এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে মোঃ নয়ন সরকার গোপাল (৩৮), ঢাকা কেরানীগঞ্জ রুইতপুর, ধর্মসুর এলাকার মৃত আনসার আলীর ছেলে মোঃ আমির হোসেন(৪৮)।

লালমনিরহাট সদর থানার (ওসি তদন্ত) বাদল কুমার মন্ডর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ ফেব্রুয়ারী) ভোরে তার নেতৃত্বে লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে জেলা শহরের মিশনমোড় এলাকার সীমান্ত আবাসিক হোটেলে থেকে ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় আটককৃতদের কাছে থেকে ধারালো চাপাতি, ৫টি সুতার মোটা রশি, কাঠের হাতল যুক্ত একটি চেইন, একটি চাকু, বড় কসটেপসহ ডাকাতিতে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। 

আটককৃত ডাকাতের প্রধান আব্দুল হামিদের বিরুদ্ধে ৭টি ডাকাতি ও চুরির মামলা ছাড়াও প্রত্যেকের বিরুদ্ধে ৫/৬টি করে ডাকাতি ও চুরির মামলা রয়েছে বলেও জানান তিনি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা করে দুপুরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়